বিজেপিমুক্ত ভারত দেখতে চাই না : রাহুল গান্ধী

নির্বাচনী প্রচারে বর্তমানে কর্ণাটকের রয়েছেন ৪৭ বছর বসয়সী কংগ্রেস সভাপতি । কর্ণাটকে নিজেদের জমি ধরে রাখতে যেমন মরিয়া কংগ্রেস, তেমনই হারানো জমি দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি।

Updated By: May 3, 2018, 03:22 PM IST
বিজেপিমুক্ত ভারত দেখতে চাই না : রাহুল গান্ধী

নিজস্ব প্রতিবেদন : দরজায় কড়া নাড়ছে কর্ণাটকের বিধানসভা নির্বাচন। প্রচারপর্ব প্রায় স্লগ ওভারে পৌঁছেছে। একদিকে যেমন বিজেপির হয়ে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তেমনই প্রচারে গতি এনেছে কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলি। দিন কয়েক আগে একটি সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী নির্বাচনে কংগ্রেসমুক্ত ভারত দেখতে চান তিনি। তার পাল্টা হিসেবে বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ''বিজেপি কংগ্রেসমুক্ত ভারত দেখতে চাইলেও, আমি বিজেপিমুক্ত ভারত দেখতে চাই না।''

জাতীয় স্তরের একটি সংবাদপত্রে সাক্ষাত্কার দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ''আমি বিজেপিমুক্ত ভারত চাই না। তার বদলে আমি তাদের সঙ্গে রাজনৈতিক ভাবে লড়াই করে জিততে চাই।'' তাঁর কথায়, ''যারা একদিন কংগ্রেস বা অন্য রাজনৈতিক দলগুলি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তারাই এখন সেখান থেকে ফিরে আসার কথা ভাবছেন।''

নির্বাচনী প্রচারে বর্তমানে কর্ণাটকের রয়েছেন ৪৭ বছর বসয়সী কংগ্রেস সভাপতি । কর্ণাটকে নিজেদের জমি ধরে রাখতে যেমন মরিয়া কংগ্রেস, তেমনই হারানো জমি দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি। এই পরিস্থিতিতে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় কোনও পক্ষই।

আরও পড়ুন- প্রবল ধুলোঝড়ে বিধ্বস্ত রাজস্থান, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, মৃতের সংখ্যা ৭০ ছাড়াল

.