ইচ্ছা করে মিস্টার মোদীকে জড়িয়ে ধরতে... বললেন ‘অহিংস’ রাহুল
রাহুল শুধু এখানেই থামলেন না, আরও এক ধাপ এগিয়ে বলেন, যখন তিনি (মিস্টার মোদী) আমার সমালোচনা করেন, তখন তাঁর দিকে তাকিয়ে দেখি। ইচ্ছা করে জড়িয়ে ধরতে।
নিজস্ব প্রতিবেদন: অহিংস রাহুল! বলা যায়, নয়া কৌশলও। ভুবনেশ্বরের এক জনসভায় মোদীর প্রশংসা শোনা গেল রাহুল গান্ধীর গলায়। যে মোদীকে সংসদে আচমকা আলিঙ্গন করেছিলেন, শুক্রবার, রাহুল বলেই দিলেন, তাঁকে ঘৃণা-ও করি না। উঠতে বসতে রাফাল নিয়ে নরেন্দ্র মোদীকে ‘চৌকিদার চোর’ বলে কটাক্ষ করেন, আজ তাঁর কথায়, দু’জনের মত পার্থক্য রয়েছে। তাঁর বিরুদ্ধে অবশ্যই লড়ব। প্রধানমন্ত্রী হিসাবে তাঁকে দেখতে চাই না, কিন্তু তাঁকে ঘৃণা করি না।
আরও পড়ুন- আদালত না পারলে ২৪ ঘণ্টার মধ্যেই রাম মন্দির সমস্যার সমাধান করে দেব: যোগী আদিত্যনাথ
রাহুল শুধু এখানেই থামলেন না, আরও এক ধাপ এগিয়ে বলেন, যখন তিনি (মিস্টার মোদী) আমার সমালোচনা করেন, তখন তাঁর দিকে তাকিয়ে দেখি। ইচ্ছা করে জড়িয়ে ধরতে। এরপরই রাজনৈতিক কটাক্ষ রাহুল গান্ধীর। বলেন, কংগ্রেস দলকে দেখে হতাশায় ভুগছেন। বুঝতে পারলেও রেগে যাব না। এটাই আমাদের রণনীতি। সম্প্রতি, বোন প্রিয়ঙ্কাকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এসেছেন রাহুল। লোকসভা ভোটের মুখে এমন সিদ্ধান্তে রাহুলকে আরও তুলোধনা করছে বিজেপি। পরিবারতন্ত্রের খোঁচা তো রয়েছেই, প্রিয়ঙ্কাকে রাজনীতিতে নিয়ে আসায় রাহুলের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি।
আরও পড়ুন- জামিনের আবেদন নাকচ, ১৪ দিনের জেল হেফাজত প্রযোজক শ্রীকান্ত মোহতার
এর আগেও রাহুল গান্ধীকে প্রশংসা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গত জুলাইয়ে ভরা সংসদে কটাক্ষের সুরে প্রশংসা করতে গিয়ে মোদীকে আচমকা আলিঙ্গন করে বসেন রাহুল। এর পর কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দিকে তাকিয়ে চোখ মারেন তিনি। এমন দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। রাহুল এ দিন সঙ্ঘ পরিবারের সমালোচনা করে বলেন, বিজেপি এবং আরএসএস আমার বিরুদ্ধে যা সমালোচনা করেছে, তা আশীর্বাদের মতো কাজ করেছে। এটাই আমার সেরা উপহার তা ওদের কাছ থেকে পেয়েছি। মোদী সরকারকে আরএসএস-ই চালাচ্ছে বলে এ দিন অভিযোগ করেন কংগ্রেস সভাপতি।