'বন্দে মাতরমের' অসম্মান, বিজেপির কাঠগড়ায় 'শাহজাদা' রাহুল
বঙ্কিমের লেখা বন্দে মাতরমকে অসম্মান করার অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: জাতীয় গীত 'বন্দে মাতরম'কে অসম্মান করার অভিযোগ উঠল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে। কর্ণাটকের ভোটপ্রচারে একটি ভিডিও পোস্ট করে বিজেপির অভিযোগ, সময় নষ্টের অজুহাতে বন্দে মাতরমের অপমান করেছেন রাহুল। এক লাইনে বন্দে মাতরম গেয়ে দেওয়ার জন্য দলের নেতাকে নির্দেশ দিয়েছেন তিনি।
কর্ণাটক বিজেপি টুইটারে লিখেছে,''১৯৩৭ সালে জিন্নাহর আপত্তিতে বন্দে মাতরমের তিনটি অনুচ্ছেদ ছেঁটে দিয়েছিলেন নেহরু। আজ বন্দে মাতরম কেটে এক লাইনের করে দিলেন রাহুল। জাতীয় গীতকে সম্মান করে না কংগ্রেস। কংগ্রেসমুক্ত ভারতের জন্য আরও কারণ চাই? লজ্জা হওয়া উচিত রাহুলের।''
In 1937, Nehru dropped last 3 stanzas of the Vande Mataram just to pacify Jinnah who said the song irks the Muslims
Today, RG asked to cut it to just one line, reminding us of INC's total disregard for the song
Do we need more reasons for Cong Muktha Bharath? Shame on you, RG. pic.twitter.com/aPtcreNPuO
— BJP Karnataka (@BJP4Karnataka) April 27, 2018
রাহুলকে 'শাহজাদা' কটাক্ষ করে বিজেপির মুখপাত্র সম্বিত্ পাত্র বলেন, কর্ণাটকের জনসভায় বন্দে মাতরমকে এক লাইনে নামিয়ে দিলেন রাহুল গান্ধী। এজন্যই ওকে শাহজাদা বলা হয়। দেশকে পারিবারিক সম্পত্তি গণ্য করেন উনি। জাতীয় সংগীতও কি এবার বদলে দেবেন?
Rahul Gandhi directs to cut Vande Mataram to a single line during a public rally in Karnataka ..now this is why we call Him “Sahzada” ..His sense of entitlement is appalling..thinks this country is family property..can at his wish amend the National Song? https://t.co/aqQHP7CRpn
— Sambit Patra (@sambitswaraj) April 27, 2018
আরও পড়ুন- কালো টাকার খোঁজ দিলেই ৫ টাকা কোটি পুরস্কার