'He Insulted Me Directly': সংসদে তাঁকে অপমান করেছেন প্রধানমন্ত্রী, রাহুলের তোপ মোদীকে

রাহুল গান্ধী বলেন, ‘আমি আশা করি না যে আমার কথাগুলি রেকর্ডে যেতে দেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী সরাসরি আমাকে অপমান করেন কিন্তু তাঁর কথাগুলি রেকর্ড থেকে সরানো হয় না। তিনি বলেছিলেন কেন আপনার নাম গান্ধী, নেহেরু নয়’।

Updated By: Feb 14, 2023, 09:03 AM IST
'He Insulted Me Directly': সংসদে তাঁকে অপমান করেছেন প্রধানমন্ত্রী, রাহুলের তোপ মোদীকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার কংগ্রেসের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁকে অপমান করার দায়ে অভিযুক্ত করেছেন প্রধানমন্ত্রীকে। তিনি অভিযোগ করেছেন যে সংসদীয় কার্যক্রম চলাকালীন তাঁর কথাগুলি রেকর্ড থেকে সরিয়ে নেওয়া হয়নি। লোকসভার সচিবালয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কাছে বিজেপির দ্বারা তাঁর বিরুদ্ধে জারি করা বিশেষাধিকার লঙ্ঘনের নোটিশের বিষয়ে জবাব চাওয়ার একদিন পরে রাহুল গান্ধী এই মন্তব্য করেছিলেন।

রাহুল গান্ধী দাবি করেছেন যে তার বক্তৃতার কিছু অংশ মুছে ফেলা হয়েছে যদিও তিনি কাউকে অপমান করেননি। তিনি বলেন, ‘পার্লামেন্টে আমার বক্তৃতার অংশগুলি সরিয়ে দেওয়া হয়েছে। আমি কাউকে অপমান করিনি। আমি যা বলেছি তার বিষয়ে আমাকে প্রমাণ দেখাতে বলা হয়েছিল এবং আমি লোকসভার স্পিকারের কাছে একটি চিঠি লিখেছি যেখানে আমি জানিয়েছি আমার বক্তব্যের কিছু অংশ এবং তাকে সমর্থন করে এমন প্রমাণ মুছে ফেলা হয়েছে’।

আরও পড়ুন: স্বয়ং গান্ধীজিকে 'মিকি মাউস' বলে ডাকার সাহস দেখাতেন, কে এই মহিলা জানেন?

রাহুল গান্ধী বলেন, ‘আমি আশা করি না যে আমার কথাগুলি রেকর্ডে যেতে দেওয়া হবে। দেশের প্রধানমন্ত্রী সরাসরি আমাকে অপমান করেন কিন্তু তাঁর কথাগুলি রেকর্ড থেকে সরানো হয় না। তিনি বলেছিলেন কেন আপনার নাম গান্ধী, নেহেরু নয়’।

আরও পড়ুন: Aero India Inauguration: নিছক 'ডিফেন্স শো' নয়, 'এরো ইন্ডিয়া' এখন বিশ্বের প্রতিরক্ষাবাজারের সর্বশ্রেষ্ঠ অংশীদার; গর্বিত প্রধানমন্ত্রী...

এর আগে, রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর, অবমাননাকর, অসংসদীয় এবং অপরাধমূলক বক্তব্যের’ জন্য বিশেষাধিকার নোটিশ জারি করেছিলেন।

রাহুল গান্ধী আরও বলেছিলেন যে ‘প্রধানমন্ত্রী মোদী মনে করেন যে তিনি শক্তিশালী কিন্তু তিনি বুঝতে পারেন না যে আমি শেষ যে জিনিসটিকে ভয় পাই তা হল নরেন্দ্র মোদী। তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেও কিছু যায় আসে না। কারণ একদিন তিনি সত্যের মুখোমুখি হতে বাধ্য হবেন’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.