নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাহুল গান্ধী
নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাহুল গান্ধী। সুব্রহ্মণ্যম স্বামীর আনা অভিযোগ প্রমাণ হলে তাঁকে গ্রেফতার করুন প্রধানমন্ত্রী। মন্তব্য কংগ্রেসের সহ সভাপতির। ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে ব্রিটেনে কোম্পানি তৈরি করেছেন রাহুল। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের জেরেই হুঁশিয়ারি কংগ্রেসের নাম্বার টুর।
ওয়েব ডেস্ক: নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন রাহুল গান্ধী। সুব্রহ্মণ্যম স্বামীর আনা অভিযোগ প্রমাণ হলে তাঁকে গ্রেফতার করুন প্রধানমন্ত্রী। মন্তব্য কংগ্রেসের সহ সভাপতির। ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে ব্রিটেনে কোম্পানি তৈরি করেছেন রাহুল। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগের জেরেই হুঁশিয়ারি কংগ্রেসের নাম্বার টুর।
রাজধানীর রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই সংস্থাই। সংস্থার মালিক নাকি স্বয়ং রাহুল গান্ধী। দিন কয়েক আগেই অভিযোগ করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। প্রথমে লোকসভার স্পিকার, পরে প্রধানমন্ত্রীকে গোটা বিষয়টি জানান তিনি। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, এদেশের প্রতিক্ষা চুক্তি মারফত গোপনে বহু টাকা ঘুষ পেয়েছে রাহুল গান্ধী।
সুব্রহ্মণ্যম স্বামীর প্রশ্ন, "দেশের একজন সাংসদ হয়ে কীভাবে ব্রিটিশ নাগরিক পরিচয় দিয়ে ইংল্যান্ডে কোম্পানি তৈরি করলেন রাহুল?" তাঁর দাবি, খারিজ করতে হবে রাহুলের সাংসদ পদ ও নাগরিকত্ব।
এতেই বেজায় চটেছেন রাহুল। আর সরসারি তোপ দেগেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীই অনুগামীদের দিয়ে তাঁর এবং তাঁর পরিবারের গায়ে কাদা ছেটাচ্ছেন, অভিযোগ কংগ্রেসের সহ সভাপতির। তাতে অবশ্য পিছু হঠতে নারাজ সুব্রহ্মণ্যম স্বামী। উল্টে এই ইস্যুতে একইসঙ্গে তিনি সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের দাবি তুলেছেন। কেন রাহুল এতদিন বিষয়টি গোপন রাখলেন, তুলেছেন সেই প্রশ্নও।
অপরাধ প্রমাণ হলে তাঁকে গ্রেফতার করা হোক, রাহলের এই মন্তব্যকে রীতিমতো কটাক্ষ করেছেন বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিং। তবে সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগকে একেবারে উড়িয়ে দিয়েছে কংগ্রেস।