I.N.D.I.A Bloc: মমতায় 'আত্মবিশ্বাসী', লোকসভায় জোটের আসন সমঝোতা নিয়ে আশাবাদী রাহুল

I.N.D.I.A Bloc: রাহুল বলেন, বাধা দাও , যে আদর্শের জন্য আমি লড়াই করব বলে ঠিক করি সেখানে থেকে সরে  আসি না। গালি দাও তাতে আমাকে নড়ান যাবে না। আমার সঙ্গে সত্য রয়েছে। 

Updated By: Jan 24, 2024, 12:30 PM IST
I.N.D.I.A Bloc: মমতায় 'আত্মবিশ্বাসী', লোকসভায় জোটের আসন সমঝোতা নিয়ে আশাবাদী রাহুল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটে 'ইন্ডিয়া জোট'-এর আসন ভাগাভাগিই এখন বড় পরীক্ষা বিরোধীদের কাছে। বাংলায় যে কংগ্রেস-তৃণমূল সমঝোতা খুব একটা ভালো অবস্থায় নেই তা অনেক আগেই বোঝা গিয়েছে। রাজনৈতিক মহলের খবর, তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরী শিবিরকে দিতে চায় মাত্র ২টি আসন। অন্যদিকে, প্রদেশ কংগ্রেস শুরু করতে চায় ১০টি আসন থেকে। তবে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় প্রবেশের আগে অন্য কথা বললেন রাহুল গান্ধী।

আরও পড়ুন-আরও বিপাকে মহুয়া, বন্ধু জয়আনন্দ দেহাদ্রাইকে এবার তলব CBI-র!

মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আশাবাদী রাহুল গান্ধী। কারণ মমতার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক। দলের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভালো। তাই জোটে নিয়ে কোনও সমস্যা নেই। একদিকে কংগ্রেস এবং অন্যদিকে বিজেপি-আরএসএসের ভাবধারার লড়াই। আজ এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী। তাঁর দাবি, ওদের লোক কখনও কিছু বলে দেন, কখনও আমাদের কেউ কিছু বলে দেন। এরকম হতেই পারে। এটা কোনও বড় সমস্যা নয়। এর প্রভাব আসন সমঝোতায় পড়বে না।

আগামী লোকসভা ভোটে বিরোধী দলগুলির যে একসঙ্গে থাকা খুব প্রয়োজন তা স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। তাই কখনও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, কখনও কুণাল ঘোষ যখন জোট নিয়ে কোনও মন্তব্য করেন তা যে জাতীয় স্তরে আসন ভাগাভাগিতে প্রভাব প্রভাব ফেলবে বা তা জানিয়ে দিয়েছেন রাহুল।

বাংলায় আসন সমঝোতা নিয়ে সম্প্রতি তৃণমূলের একপ্রস্থ সংঘাত হয়ে গিয়েছে। এনিয়ে সরব হয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি অসমের একটি হিল কাউন্সিলের ভোটের ফল নিয়ে কংগ্রেসকে বিঁধেছেন। সেই ভোটে কংগ্রেসের কোনও জায়গা নেই। তৃণমূল কোনও আসন না পেলেও কংগ্রেসের থেকে ভালো ফল করেছে। সেই ফলাফলের উল্লেখ করে কংগ্রেসকে নিশানা করেন অভিষেক। তাঁর বক্তব্য অসমের মতো রাজ্যে আগে নিজেকে সামলাক কংগ্রেস। তারপর বাংলায়  আসম সমঝোতার কথা ভাববে।

গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, বাধা দাও , গালি দাও তাতে আমাকে নড়ান যাবে না। আমার সঙ্গে সত্য রয়েছে।  যে আদর্শের জন্য আমি লড়াই করব বলে ঠিক করি সেখানে থেকে সরে  আসি না। আসন সমঝোতা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। তার ফল আসবে। এনিয়ে এখানে কিছু বলচতে চাই না। কিন্তু মমতাদির উপরে আমার আস্থা রয়েছে। তাঁর সঙ্গে আমরা ব্যক্তিগত ও দলগত ভালো সম্পর্ক রয়েছে। কিছু সমস্যা হয়েই তাকে। কখনও ওদের পার্টির কেউ কিছু বলে দেন। কখনও আমাদের পার্টির কেউ কিছু বলে। এসব খুব স্বাভাবিক বিষয়। এতে কোনও জিনিস নষ্ট হয়ে য়াওয়ার কোনও সম্ভাবনা নেই। আমাদের কাছে ৫টি আদর্শ রয়েছে। তা আমরা দেশবাসীর কাছে তুলে ধরব। আমাদের একটা দাবি হল ক্ষমতার বিকেন্দ্রিকরণ হওয়া প্রয়োজন। তাই আণরা ওবিসি সেনসাসের কথা বলেছি। দেশে ৫০ শতাংশ ওবিসি, ১২ শতাংশ আদিবাসী। এরা ক্ষমতায় সুযোগ পান না। সরকারে এদের ভাগিদারী খুবই গুরুত্বপূর্ণ। বিজেপি বলছে তাদের হাতে নরেন্দ্র মোদী রয়েছে। জেটের সামনে কে? 'ইন্ডিয়া জোট'-এর কাছে প্রায় ৬০ শতাংশ ভোট রয়েছে। এনিয়ে আমরা আশাবাদী।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.