মোদীকে বিঁধতে গিয়ে মহাভারতের তুলনা টানলেন রাহুল গান্ধী
নরেন্দ্র মোদীর দলকে কৌরবদের সঙ্গে তুলনা করলেন রাহুল গান্ধী।
নিজস্ব প্রতিবেদন: মোদীকে নিশানা করতে গিয়ে মহাভারতের উদাহরণ টেনে আনলেন রাহুল গান্ধী।বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করে নিজেদের পাণ্ডব বললেন কংগ্রেস সভাপতি।
কংগ্রেসের প্লেনারি অধিবেশনে কংগ্রেস সভাপতি বলেন,''কয়েক শতাব্দী আগে কুরুক্ষেত্রের যুদ্ধে শক্তিশালী ও উদ্ধত ছিলেন কৌরবরা। তবে সত্যের জন্য লড়াই করেছিলেন পাণ্ডবরা। আজ ক্ষমতার জন্য লড়াই করছে আরএসএস-বিজেপি। পাণ্ডবদের মতো সত্যের পথে লড়াই করবে কংগ্রেস।''
Centuries ago there was huge battle on the field of Kurukshetra. The Kauravas were powerful&arrogant. The Pandavas were humble&fought for the truth. Like the Kauravas BJP & RSS are designed to fight for power, like the Pandavas,Congress is designed to fight for truth:Rahul Gandhi pic.twitter.com/G0mVlIV192
— ANI (@ANI) 18 March 2018
মোদীকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী বলেন,''আমরা নিজেকে মানুষ ভাবি। আমরা ভুল করি। কিন্তু নরেন্দ্র মোদী নিজেকে ভগবানের অবতার ভাবেন।'' এর পাশাপাশি ভয়ের রাজনীতির অভিযোগও করেছেন রাহুল গান্ধী। তাঁর কথায়, ''দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চাইছে আরএসএস-বিজেপি। আমরা দেশের প্রতিষ্ঠানগুলিকে সম্মানিত করি।''
BJP has spread fear. People from press are scared, for 1st time we saw 4 SC judges running to public for justice.There is a difference b/w RSS &Congress, we respect the country's institutions whereas they want to finish them.They only want one institution,that is RSS:Rahul Gandhi pic.twitter.com/EEkShJMk9z
— ANI (@ANI) 18 March 2018
আরও পড়ুন- রোহিঙ্গা ইস্যুতে আদালতের হস্তক্ষেপ নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র