মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়লেন স্বঘোষিত গডওম্যান রাধে মা

মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলফ স্টাইলড গডওম্যান রাধে গুরু মা। ডোমেস্টিক ভায়োলেন্সের একটি ঘটনায় তাঁর যোগ এবং নিজের এক শিষ্যা নিকি গুপ্তার উপর অত্যাচারের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হলেই নিজেকে আর সামলাতে পারেননি রাধে মা। সবার সামনেই কাঁদতে শুরু করেন।

Updated By: Aug 8, 2015, 08:34 PM IST
মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়লেন স্বঘোষিত গডওম্যান রাধে মা

ওয়েব ডেস্ক: মিডিয়ার সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলফ স্টাইলড গডওম্যান রাধে গুরু মা। ডোমেস্টিক ভায়োলেন্সের একটি ঘটনায় তাঁর যোগ এবং নিজের এক শিষ্যা নিকি গুপ্তার উপর অত্যাচারের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে সে সম্পর্কে প্রশ্ন করা হলেই নিজেকে আর সামলাতে পারেননি রাধে মা। সবার সামনেই কাঁদতে শুরু করেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই সেলফ স্টাইলড গডওম্যান জানিয়েছেন ''আমি কিচ্ছু বলতে চাই না, ঈশ্বর আমার প্রতি অবিচার করবেন না।''

স্বঘোষিত গডওম্যান রাধে মায়ের বিরুদ্ধে অশ্লীলতা ও অভব্য আচরণরে অভিযোগ দায়ের করে ছিলেন মুম্বইয়ের আইনজীবী ফাল্গুনি ব্রহ্মভাট। অন্যদিকে, তাকে নাসিক কুম্ভ মেলার শাহি স্নানে যোগ দিতেও বাধা দিয়েছেন দ্বারকাপিঠ শঙ্করাচার্য স্বামী স্বরূপনন্দ সরস্বতী। তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এক মহিলাকে অত্যাচারে প্ররোচনা দেওয়ার। রাধে মা নাকি এক ভক্তকে নাকি পরামর্শ দেন যে পণ দেয়নি তাকে মার খেতে হতেই পারে।

'রাধে মা'-এর মহিমা ছড়িয়ে দিতে মাঝামাঝেই বিভিন্ন সভার আয়োজন করেন ভক্তরা। সেখানে মা নিজের মহিমা দেখান। রাধে মা নাচেন বলিউডের আইটেম সং বা পার্টি নাম্বারে। এই স্বঘোষিত গডউওম্যান অফ টাইমে জিনস পরে শপিং মলে যান। শর্ট স্কার্ট পরে সোফায় শুয়ে খোলাখুলি ছবি তোলেন। মুন্নি বদনাম কিংবা 'শিলা কি জওয়ানি'-র তালে কোমর দোলান। মাঝে মাঝে এমনও শোনা যায় পুরুষ ভক্তদের একেবারে কোলে উঠে আদরও করে দেন 'রাধে মা'। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোদগ উড়িয়ে দিয়ে মা বলেন, এটাই তাঁর ভগবানকে কাছে ডাকার উপায়।

 

 

.