Punjab: হাসপাতালে বেড নোংরা, ভিসিকে সেখানেই শুতে বাধ্য করলেন স্বাস্থ্যমন্ত্রী
স্পাইনাল সার্জারি বিশেষজ্ঞ চণ্ডীগড়ের PGIMER-এর অর্থপেডিক ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। ওই ঘটনায় সবর হয়েছে বিরোধীরা। রাজ্য কংগ্রেস স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পদত্যাগ করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর আচরণে অপমানিত পঞ্জাবের বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের ভিসি ডা রাজ বাহাদুর। সংবাদমাধ্যমে তিনি জানান, স্বাস্থ্যমন্ত্রী চেতন সিং জৌরামজরা আমার সঙ্গে যা করেছেন তা মেনে নিতে পারছি না। টানা ৪৪ বছরের ডাক্তারি জীবনে এমন অপমান হইনি। এই অপমান মেনে নেওয়া যায় না।
কী করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী? শুক্রবার ফরিদকোটে গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজে আচমকাই পরির্দশনে যান স্বাস্থ্যমন্ত্রী চেতন সিং। ওই মেডিক্যাল কলেজটি বাবা ফরিদ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের নিয়ন্ত্রণাধীন। সেখানে হাসপাতালের চর্মরোগ বিভাগের একটি নোংরা বেড দেখিয়ে ডা রাজ বাহাদুরের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। বিছানাটি বেশ পুরনো ও ছোঁড়া ছিল। পুরনো হওয়ায় সেটি বসে গিয়েছিল। সেটি নিয়েই ভিসির সঙ্গে বিতর্ক বেধে যায়। ভিসির কাঁধে হাত দিয়ে স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন। পাশাপাশি ডা রাজ বহাদুরকে ওই বেডে শুতে বাধ্য করেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিসি বারবার মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন, হাসপাতালের বেড দেখার দায়িত্ব তাঁর নয়। কিন্তু তাঁর সেই কথা কানেই তোলেননি মন্ত্রী। বরং বলেন, সবকিছুই আপনার দায়িত্বে। সংবাদসংস্থার ওই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
#WATCH | Faridkot: Punjab Health Min Chetan Singh Jouramajra visited Guru Gobind Singh Medical hospital & took stock of infrastructure & arrangements. He also inspected mattresses being used for patients & made Vice-Chancellor lie down on the same upon seeing their poor condition pic.twitter.com/KVaxJ0oS2D
— ANI (@ANI) July 29, 2022
ওই ঘটনার পর মুষড়ে পড়েন ডা রাজ বাহাদুর। সঙ্গে সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে চিঠি লিখে তাঁকে ভিসির পদ থেকে অব্যহতি দেওয়ার অনুরোধ করেন। সংবাদসংস্থাকে তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে তিনি বলেন মুখ্যমন্ত্রীকে বলেছি ওই ঘটনায় আমি অপমানিত। দেশের ১৩টি প্রতিষ্ঠানে কাজ করেছি। কোথাও এমন ঘটনা ঘটেনি।
এদিকে, সূত্রে খবর গোটা ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মান। পাশাপাশি তিনি কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। কথা বলেছেন রাজ বাহাদুরের সঙ্গে।
স্পাইনাল সার্জারি বিশেষজ্ঞ চণ্ডীগড়ের PGIMER-এর অর্থপেডিক ডিপার্টমেন্টের প্রধান ছিলেন। ওই ঘটনায় সবর হয়েছে বিরোধীরা। রাজ্য কংগ্রেস স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। রাজ্য কংগ্রেস প্রধান অমরিন্দর প্রধান এক ট্যুইট করে দাবি করেছেন, ডা রাজ বাহাদুরের সঙ্গে ওই অপমানজনক ব্যবহারের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। বাহাদুরের সঙ্গে যা হয়েছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। ওই দুর্বিনীত মন্ত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রীকে।
গোটা বিষয়টি ডা রাজ বাহাদুর জানিয়েছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশন, ইন্ডিয়ান অর্থোপেটিক অ্য়াসোসিয়েশনকে। ওই ঘটনা নিয়ে সরব হয়েছেন ওইসব সংগঠনও।
আরও পড়ুন-ভারোত্তোলনে ব্রোঞ্জ এনে দিলেন গুরুরাজা পূজারি, কমনওয়েলথে চলে এল ভারতের দ্বিতীয় পদক