Punjab: সুখজিন্দর নয়, মুখ্যমন্ত্রী হতে চলেছেন দলিত মুখ চরণজিত্ সিং চান্নি
পঞ্জাব কংগ্রেস সূত্রে খবর, ওই বৈঠকে চান্নির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর পদ নিয়ে তুমুল নাটক পঞ্জাবে। বিকেলে রাজ্য কংগ্রেসের বৈঠকের পরই শোনা গিয়েছিল অমরিন্দর সিং মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর ওই জায়গায় আসতে পারেন রাজ্যের মন্ত্রী সুখজিন্দর রনধাওয়া। সংবাদমাধ্যমে ওই খবর প্রচারিত হওয়ার পরই চণ্ডীগড়ের ম্য়ারিটয় হোটেলে রাজ্য কংগ্রেসের নেতাদের নিয়ে বৈঠকে বলেন কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। সেই বৈঠকে যোগ দেন নভজ্যোত সিং সিধু। সংবাদমাধ্যমে খবর, সুখজিন্দরের নাম ঘোষণার পরই প্রবল ক্ষোভ প্রকাশ করেন সিধু। ওই বৈঠক শেষে এখন খবর, সুখজিন্দর নন, মুখ্যমন্ত্রী হতে পারেন চরণজিত্ সিং চান্নি।
আরও পড়ুন-Kabir Suman-Babul Supriyo: 'ফেসবুকে ওঁর যা খুশি উনি লিখতে পারেন', সুমনের পোস্টে প্রতিক্রিয়া বাবুলের
পঞ্জাব কংগ্রেস সূত্রে খবর, ওই বৈঠকে চান্নির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হবেন দলিত সমাজের প্রতিনিধি চরণজিত্ সিং চান্নি। পঞ্জাবের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা হরিশ রাওয়াত টুইট করেছেন, পঞ্জাবের বিধায়ক দলের নেতা হিসেবে চরণজিত্ সিং চান্নির ঘোষণা করা হচ্ছে। ফলে মনে করা হচ্ছে চান্নিই হতে পারেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-Punjab: সোনিয়ার সবুজ সংকেতের অপেক্ষা, পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে সিধু ঘনিষ্ঠ সুখজিন্দর রনধাওয়া!
It gives me immense pleasure to announce that Sh. #CharanjitSinghChanni has been unanimously elected as the Leader of the Congress Legislature Party of Punjab.@INCIndia @RahulGandhi @INCPunjab pic.twitter.com/iboTOvavPd
— Harish Rawat (@harishrawatcmuk) September 19, 2021
কংগ্রেস সূত্রে খবর, সুখজিন্দরের নাম ভেসে ওঠার আগেই তাঁকে নিয়ে আপত্তি করেন দলের কয়েকজন নেতা। তারপরই ফের পটপরিবর্তন হয় রাজ্য রাজ্নীতিতে। চান্নির নাম ঠিক হওয়ার পর রনধাওয়ায় সংবাদমাধ্যমে বলেন, কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তে আমি খুশি। আমাকে যাঁরা সমর্থন করেছিলেন তাঁদের ধন্যবাদ। তবে চান্নিকে স্বাগত। ও আমার ভাইয়ের মতো।
এদিকে, ম্য়ারিয়ট হোটেলে বৈঠকের পরই রাজ্যের রাজ্যপালের সঙ্গে দেখা করবেন চান্নি। এমনটাই সূত্রের খবর।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)