ফের উত্তপ্ত পুলওয়ামা, জঙ্গি-সেনা লড়াইয়ে গুলিবিদ্ধ ১ মেজর সহ ৪ জওয়ান

পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজি এখনও এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান

Updated By: Feb 18, 2019, 07:35 AM IST
ফের উত্তপ্ত পুলওয়ামা, জঙ্গি-সেনা লড়াইয়ে গুলিবিদ্ধ ১ মেজর সহ ৪ জওয়ান

নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজি এখনও এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের অনুমান। এরকম এক অবস্থায় বৃহস্পতিবার হামলার পর থেকেই এলাকায় শুরু হয়েছে তল্লাশি। এবার তা করতে গিয়েই রবিবার রাত থেকে শুরু হয়েছে জঙ্গি-সেনা গুলির লড়াই।

আরও পড়ুন-'পাকিস্তান মুর্দাবাদ' স্লোগানে মুখর, ব্যবস্থা নেওয়ার দাবিতে রেল অবরোধ অশোকনগরে

সংবাদমাধ্যমের খবর অনুয়ায়ী, গ্রামে ২-৩ জন ওয়ান্টেড জঙ্গি লুকিয়ে রয়েছে খবর পেয়েই তল্লাশি জোরদার করা হয়। রবিবার গভীর রাতে পুলওয়ামার পংগিন গ্রাম ঘিরে ফেলে সেনা। মনে করা হচ্ছে ওইসব জঙ্গিরা পালাবার পথ না পেয়েই গুলি চালাতে শুরু করেছে।

আরও পড়ুন-'পুরোটাই নাটক', মেয়ে উদ্ধারের পরই গ্রেফতার লাভপুরের বিজেপি নেতা নিজেই 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, জঙ্গি-সেনা গুলির লড়াইয়ে গুলিবিদ্ধ হয়েছেন ৪ জওয়ান। এদের মধ্যে একজন মেজর। বৃহস্পতিবার আত্মঘাতী হামলার পরই এলাকায় তল্লাশি শুরু হয়ে যায়। ফলে এলাকা থেকে রশিদ গাজি পালাতে পারেনি বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গিরা। ভয়ঙ্কর বিস্ফোরণে শহিদ হন ৪০ জওয়ান। আহত বহু। তার পর থেকেই এলাকায় তল্লাশিতে নেমেছে সিআরপিএফ, সেনা ও কাশ্মীর পুলিস।

.