পাক অধিকৃত কাশ্মীর থেকেই ভারতে জঙ্গি প্রবেশ করাচ্ছে পাকিস্তান!

দু'দিনের একটানা অপারেশনের পর পুলওয়ামায় ৩ জঙ্গিকে খতম করে দেয় সেনা বাহিনী। তৃতীয় জঙ্গির দেহ উদ্ধারের পর সার্চ অপারেশন বন্ধ হলেও, ওই জঙ্গিদের নাম, পরিচয় উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে সিআরপিএফ। অবশেষে ওই ৩ জঙ্গি নাম প্রকাশ্যে আনল সেনা বাহিনী। 

Updated By: Jan 1, 2018, 11:37 PM IST
পাক অধিকৃত কাশ্মীর থেকেই ভারতে জঙ্গি প্রবেশ করাচ্ছে পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদন : দু'দিনের একটানা অপারেশনের পর পুলওয়ামায় ৩ জঙ্গিকে খতম করে দেয় সেনা বাহিনী। তৃতীয় জঙ্গির দেহ উদ্ধারের পর সার্চ অপারেশন বন্ধ হলেও, ওই জঙ্গিদের নাম, পরিচয় উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ে সিআরপিএফ। অবশেষে ওই ৩ জঙ্গি নাম প্রকাশ্যে আনল সেনা বাহিনী। 

আরও পড়ুন : পুলওয়ামায় ২ দিনের অপারেশন শেষ, নিকেশ ৩ নম্বর জঙ্গি 

রিপোর্টে প্রকাশ, পুলওয়ামায় যে ৩ জঙ্গি নিহত হয়েছে, তাদের মধ্যে রয়েছে আলি সোজাল, ফারদিন মহিবুদ্দিন এবং মঞ্জুর আহমেদ বাবা। সিআরপিএফ-এর গুলিতে খতম ২ জঙ্গি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। মঞ্জুর আহমেদ বাবা নামে ওই তৃতীয় জঙ্গির জম্মু কাশ্মীরের ত্রালের বাসিন্দা বলে জানা যাচ্ছে। 

সেনার গুলিতে ঝাঁঝরা ওই ৩ জঙ্গির কাছ থেকে এ কে ৪৭, গ্রেনেড, ৮টি ম্যাগাজিন সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর। 

.