ইমরানের 'নতুন পাকিস্তান'-এর ফানুস ফুটো করল ভারতের বিদেশমন্ত্রক
ইমরান খানের অভিযোগের প্রেক্ষিতে কড়া জবাব দিল বিদেশমন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামায় সিআরপিএফের উপরে আত্মঘাতী হামলার পর দায় ঝেড়ে ফেলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রতিবারের মতো এবারও নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করেছে ইসলামাবাদ। তার পাল্টা জবাব দিল বিদেশমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমারের কথায়, পুলওয়ামায় সন্ত্রাসী হামলা হয়েছে বলে মানতে চাননি ইমরান খান। এতে আমরা এতটুকুও বিস্মিত নই। উনি ঘটনার নিন্দা। করেননি, এমনকি শহিদ পরিবারের প্রতি সমবেদনাও জানাননি।
সন্ত্রাসবাদকে মদত দিয়ে 'নতুন পাকিস্তান' গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইমরান। বিদেশমন্ত্রকের মন্তব্য, রাষ্ট্রসঙ্ঘের ঘোষিত সন্ত্রাসবাদী হাফিজ সইদের সঙ্গে একমঞ্চে দেখা যায় পাকিস্তানের মন্ত্রীদের। এটাই বোধহয় নতুন পাকিস্তান।
#WATCH MEA Spokesperson Raveesh Kumar reacts to Pakistan PM's statement on #PulwamaTerrorAttack, says 'In this “Naya Pakistan”, Ministers publicly share platforms with terrorists like Hafiz Saeed who have been proscribed by United Nations' pic.twitter.com/FjvQgQ9Z0u
— ANI (@ANI) February 19, 2019
আন্তর্জাতিক মহলের চাপে ইমরান খান প্রস্তাব দিয়েছেন, ভারত প্রমাণ দিলে পাকিস্তান তদন্ত করতে রাজি। বিদেশমন্ত্রকের মুখপাত্রের কথায়, '''এটা পাকিস্তানের অছিলা। ২৬/১১ মুম্বই হামলার পর প্রমাণ দেওয়া হয়েছিল পাকিস্তানকে। কিন্তু ১০ বছর পরও মামলার অগ্রগতি হয়নি। তেমনভাবেই পাঠানকোট হামলারও কোনও অগ্রগতি নেই। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া অভ্যাস হয়ে গিয়েছে তাদের''।
এদিন ইমরান খান দাবি করেন, ভারতে নির্বাচন আসন্ন। তাই পাকিস্তান বিরোধী জিগির তোলা হচ্ছে। এর বদলে ভারতের কাশ্মীর নীতি নিয়ে আত্মসমালোচনা দরকার। সেনা দিয়ে ওই সমস্যা সমাধান হবে না বলেই তাঁর বক্তব্য। সেই অভিযোগ উড়িয়ে বিদেশমন্ত্রক জানিয়ে দেয়, ভারতের নির্বাচনী ব্যবস্থা গোটা বিশ্বের কাছে নজির স্থাপন করেছে। সেটা পাকিস্তানের বোধগম্য হবে না।
আরও পড়ুন- দান পেতে সৌদির যুবরাজের গাড়ির চালক পাক প্রধানমন্ত্রী, মস্করা নেটিজেনদের