সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থায় 'ইসলামিক উইন্ডো' খুলতে চায় রিজার্ভ ব্যাঙ্ক

ধর্মপ্রাণ মুসলিম সমাজের জন্য পৃথক ব্যাঙ্কিং ব্যাবস্থার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে আলাদা করে 'ইসলামিক উইন্ডো' খোলার বিষয়ে প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যাঙ্ক।

Updated By: Nov 20, 2016, 03:52 PM IST
সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থায় 'ইসলামিক উইন্ডো' খুলতে চায় রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: ধর্মপ্রাণ মুসলিম সমাজের জন্য পৃথক ব্যাঙ্কিং ব্যাবস্থার কথা ভাবছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাবেক ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে আলাদা করে 'ইসলামিক উইন্ডো' খোলার বিষয়ে প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যাঙ্ক।

আরও পড়ুন - নতুন নোটে দেবনাগরী কেন? মামলা আদালতে

শরিয়ত অনুসারে এবার 'interest-free banking' ব্যবস্থা প্রচলনের মাধ্যেমেই 'ইসলামিক উইন্ডো' ধারনাটিকে কার্যকর করতে চাইছে আরবিআই। মুসলিম সমাজের যে অংশটি এখনও ব্যাঙ্কিং প্রক্রিয়াতে নিজেদের সংযুক্ত করেনি তাঁদেরকেও ব্যাঙ্কিং-এর প্রতি আস্থাশীল করে তুলতে কেন্দ্র ও আরবিআই-এর তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। তবে গোটা বিষয়টিই খুব ধীরে ধীরে কার্যকর করতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্কটি।

আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে কাল থেকে আরও উত্তপ্ত হতে চলেছে সংসদ

.