উগ্রবাদী সন্দেহে তদন্ত, হয়েছে ডিএনএ পরীক্ষাও

দূর থেকে শ্রমিক হিসেবে এসেছিল এই তিনজন। একজন কিশোর, দু'জন যুবক। এরা পরস্পর তুতোভাই। কাশ্মীরের সোপিয়ানে এরা শ্রমিকের কাজ নিয়ে এসেছিল। আশ্চর্যের যে, ক্রমশ তারাই উগ্রপন্থী হিসেবে আত্মপ্রকাশ করল। সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তদন্ত চলছে। 

Updated By: Sep 18, 2020, 08:03 PM IST
উগ্রবাদী সন্দেহে তদন্ত, হয়েছে ডিএনএ পরীক্ষাও

নিজস্ব প্রতিবেদন: দূর থেকে শ্রমিক হিসেবে এসেছিল এই তিনজন। একজন কিশোর, দু'জন যুবক। এরা পরস্পর তুতোভাই। কাশ্মীরের সোপিয়ানে এরা শ্রমিকের কাজ নিয়ে এসেছিল। আশ্চর্যের যে, ক্রমশ তারাই উগ্রপন্থী হিসেবে আত্মপ্রকাশ করল। সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। তদন্ত চলছে। 

গত ১৮ জুলাইয়ে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে যে তিনজন নিহত হয়েছে বলে সেনার তরফে দাবি করা হয়েছিল, এটা তাদেরই পরিচয়। তিনজনের নাম যথাক্রমে ইমতিয়াজ আহমেদ (২৫), অরবার আহমেদ (২০), মহম্মদ ইবরার (১৭)। পরিবারের লোক তাদের শনাক্ত করেছ। এবং সেনাবাহিনী তাদের মেরে ফেলেছে এই অভিযোগ তুলছে। যদিও এখন সেনাবাহিনীর তরফে কোর্ট অফ ইনকোয়ারি চলছে। কোর্ট  অফ ইনকোয়ারি আর কিছুই নয়, যে কোনও অপরাধের যথেষ্ট সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা। সেই কাজই চলছে। তারা যে উগ্রবাদী কাজকর্মের সঙ্গে যুক্ত  ছিল, সেই ব্যাপারটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এবং সেনাবাহিনী উভয়েই তদন্ত করছে। ওই তিনজনের ডিএনএ পরীক্ষাও হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, এই ধরনের কাজকর্ম কড়া হাতে নিয়ন্ত্রণ করা জরুরি।   

       

.