বালাকৃষ্ণনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বি এস চৌহান এবং বিচারপতি জে এস কেহরকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে।

Updated By: May 10, 2012, 03:14 PM IST

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালকৃষ্ণনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি বি এস চৌহান এবং বিচারপতি জে এস কেহরকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই রায় দিয়েছে।
তবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে ঘুষ এবং আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রাখার বিষয়ে `প্রেসিডেন্সিয়াল রেফারেন্স` চাওয়া সমীচিন কি না, সে সম্পর্কে শীর্ষ আদালতের মতামত জানতে চেয়ে কেন্দ্রের তরফে আবেদন করা হলেও, সে ব্যাপারে কোনওরকম মত দিতে অস্বীকার করেছে দুই বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, প্রধান বিচারপতি থাকাকালীন বালাকৃষ্ণনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সম্পত্তি করার অভিযোগে গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে একটি অভিযোগ জমা পড়েছিল। কিন্তু রাজস্ব দফতরের তদন্তকারী শাখা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের তরফে সংগঠিত তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে কোনও আদালতগ্রাহ্য প্রমাণ মেলেনি।

.