সিকিম নিয়ে বেফাঁস মন্তব্য করে মুখ পোড়ালেন প্রিয়াঙ্কা
ওয়েব ডেস্ক : ফের বিতর্কে প্রিয়ঙ্কা চোপড়া। ছবির প্রচারে গিয়ে সিকিম নিয়ে বেফাঁস মন্তব্য করে মুখ পোড়ালেন পিগি চপস। টরোন্টো আন্তর্জাতিক চলচিত্র উত্সবে সিকিমের উপর নির্মিত ছবি 'পাহুনা: দ্যা লিটল ভিজিটর্স'-এর স্ক্রিনিংয়ে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কার প্রযোজনায় পাখি এ টায়রেওয়ালার নির্দেশনায় ৩টি ছোট ছোট বাচ্চাকে নিয়ে গল্প 'পাহুনা: দ্যা লিটল ভিজিটর্স'।
স্ক্রিনিংয়ের পর ছবি সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেন, "উত্তর-পূর্ব ভারতের একটি ছোট রাজ্য সিকিম। সেখানে কোনও ফিল্ম ইন্ডাস্ট্রি নেই। এমনকি ওই রাজ্যের উপর কেউ কখনও ছবি বানায়ওনি। রাজনৈতিকভাবে খুবই অস্থির সিকিম। ভীষণরকম অসুবিধা রয়েছে সেখানে।"
প্রিয়ঙ্কার এই মন্তব্যের পরই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেলিব্রিটি অভিনেত্রী 'পলিটিক্যালি অশিক্ষিত' বলেও কটাক্ষ করা হয়। প্রসঙ্গত, ২০১৩ সালে দেশের মধ্যে সবচেয়ে কম অপরাধপ্রবণ রাজ্য বলে ঘোষণা করা হয় সিকিমকে। সূত্রের খবর, মেয়ের মন্তব্যে বিতর্ক ছড়ানোর পর সিকিমের পর্যটন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রিয়ঙ্কার মা। সিকিম সরকারের কাছে নাকি ক্ষমাও চেয়েছেন প্রিয়ঙ্কা।
Infact it is foolish to create controversy on @priyankachopra's statement over #Sikkim as Celebs like her are 'politically illiterate'. 1/2
— Tawqeer Hussain (@tawqeerhussain) September 14, 2017
Sikkim and insurgency....!!!??? That sounds nuts #PriyankaChopra
Plz get ur facts correct...#Sikkim is such a lovely n peaceful state...— Prerona Bura Gohain (@Prerona_Gohain) September 13, 2017
@priyankachopra Sikkim is the most peaceful state in the country. From where did u hear its troubled with insurgency??think before u speak
— Zigmi Bhutia (@zigmi_bhutia) September 13, 2017
আরও পড়ুন, ১ লাখ ১০ হাজার কোটির খরচ, ২০২২-এই ভারতে ছুটবে বুলেট ট্রেন