Priyanka Gandhi: ফের কোভিড আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী, আলওয়ার যাত্রা স্থগিত রাহুলের
এর আগে জুন মাসেও প্রিয়াঙ্কা গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেই সময়েও প্রিয়াঙ্কা গান্ধী নিজে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন যে তার মধ্যে করোনার ছোটখাটো লক্ষণ দেখতে পাওয়া গেছে। তারপরে প্রিয়াঙ্কা গান্ধী বাড়িতে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের খারাপ খবর কংগ্রেসের জন্য। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি নিজেকে বিচ্ছিন্ন করে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী নিজেই টুইট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে লিখেছেন, ‘আজ আরও একবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। আমি বাড়িতে আইসোলেশনে আছি এবং পুরো প্রোটোকল অনুসরণ করা হচ্ছে।‘ শুধু তাই নয়, রাহুল গান্ধীরও শরীর খারাপ হয়েছে বলে জানানো হয়েছে। এই কারণে তিনি রাজস্থানে তাঁর আলওয়ার সফর বাতিল করেছেন বলেও জানা গিয়েছে। বুধবার আলওয়ারে কংগ্রেস নেতৃত্বের সংকল্প শিবিরে অংশ নেওয়ার কথা রাহুল গান্ধীর।
এর আগে জুন মাসেও প্রিয়াঙ্কা গান্ধী করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেই সময়েও প্রিয়াঙ্কা গান্ধী নিজে টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। প্রিয়াঙ্কা গান্ধী বলেন যে তার মধ্যে করোনার ছোটখাটো লক্ষণ দেখতে পাওয়া গেছে। তারপরে প্রিয়াঙ্কা গান্ধী বাড়িতে নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন।
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 10, 2022
কংগ্রেস সব রাজ্যে শিবিরের আয়োজন করছে যাতে দলে নতুন নেতৃত্ব গড়ে তোলা যায় এবং দলের কর্মীদের পুনরুজ্জীবিত করা যায়। আগামী বছর রাজস্থানে নির্বাচন হতে চলেছে। এই অবস্থায় এই রাজ্যে বিশেষভাবে সক্রিয় হয়েছে কংগ্রেস। মে মাসে কংগ্রেসের চিন্তন শিবিরও রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত হয় চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। এর বাইরে কংগ্রেসের সংগঠনে অনগ্রসর, দলিত ও সংখ্যালঘুদের জন্য স্থান সংরক্ষণের সিদ্ধান্তঅ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিহারে নয়া জোট, আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, উপ মুখ্যমন্ত্রীপদে লালু-পুত্র
যোগাযোগ বিভাগের প্রধান পবন খেরা এবং দলের সাংসদ অভিষেক মনু সিংভির মতো বেশ কয়েকজন কংগ্রেস নেতা কোভিড আক্রান্ত হয়েছেন। দলের প্রধান সোনিয়া গান্ধীও এই বছরের জুনের শুরুতে কোভিড আক্রান্ত হন। মঙ্গলবার সন্ধ্যায়, রাজ্যসভার বিরোধী নেতা এবং কংগ্রেসের সিনিয়র নেতা মল্লিকার্জুন খারগেও বলেছিলেন যে তিনি কোভিড আক্রান্ত হয়েছেন। খারগে ট্যুইটে লেখেন, ‘আমি কোভিড আক্রান্ত হয়েছি। যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের যত্ন নিন।’
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, বুধবার ভারতে ১৬,০৪৭ টি নতুন করোনভাইরাস সংক্রমণ এবং ৫৪জন মারা গিয়েছেন।