মাথায় চুপড়ি নিয়ে চা শ্রমিকদের মাঝে Priyanka Gandhi, বিজেপির অসমে অভিনব প্রচারে Congress
সরকার আসে, সরকার যায়। কিন্তু চা শ্রমিকের জীবন সেই অন্ধকারেই থেকে যায়।
নিজস্ব প্রতিবেদন- অসম সফরে গিয়েছেন Congress-এর মহাসচিব Priyanka Gandhi. আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। মঙ্গলবার সকালে তিনি হঠাত্ করেই হাজির হলেন চা-শ্রমিকদের মাঝে। BJP-র অসমে নির্বাচনী প্রচারের দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এবার কংগ্রেসের তরফে এক অভিনব পন্থা নেওয়া হয়েছে। রাহুল হোন বা প্রিয়াঙ্কা, কংগ্রেসের শীর্ষ নেতারা একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে চাইছেন। কিছুদিন আগে Rahul Gandhi কেরলে মত্স্যজীবীদের সঙ্গে সমুদ্রে নেমেছিলেন। তিনি জানিয়েছিলেন, মতস্যজীবীদের দৈনন্দিন জীবনের সংগ্রাম তিনি অনুভব করতে চান। আর এবার অসমের চা বাগানে শ্রমিকদের মাঝে হাজির হলেন প্রিয়াঙ্কা গান্ধী। একেবারে শ্রমিক সেজেই।
চা-শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা শুনলেন প্রিয়াঙ্কা। সরকার আসে, সরকার যায়। কিন্তু চা শ্রমিকের জীবন সেই অন্ধকারেই থেকে যায়। চা শিল্পের প্রধান কারিগর শ্রমিকরাই। কিন্তু তাঁদেরই বছরের পর বছর ধরে শোচনীয় অবস্থা। মঙ্গলবার তেজপুরে মাথায় চুপড়ি নিয়ে চা শ্রমিকদের মাঝে হাজির হলেন প্রিয়াঙ্কা। কথা বললেন তাঁদের সঙ্গে। সমস্যার কথাও শুনলেন। অসমের চায়ের নাম ও সুগন্ধ সারা বিশ্বে ছড়িয়েছে। সেখানে শ্রমিকদের এমন দুর্দশার কথা শুনে অবাক হন Congress মহাসচিব। এদিন প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লিখলেন, অসমের বহু রঙের সংস্কৃতিই ওদের শক্তি। এই সংস্কৃত বাঁচানোর জন্যই অসমের মানুষ মরিয়া হয়ে উঠেছে। এই সফরে গিয়ে আমি সেটা বুঝতে পারলাম। ওদের লড়াইয়ে সামিল হবে কংগ্রেস। আমি কথা দিচ্ছি।
আরও পড়ুন- রূপে গুণে তিনি IPS,সোশ্যাল মিডিয়ায় এই পরিচিত মুখ এখন ঈর্ষণীয়
Smt. @priyankagandhi learns the intricacies of tea leaf plucking directly from the women tea workers at Sadhuru tea garden, Assam.#AssamWithPriyankaGandhi pic.twitter.com/605Kuah2UL
— Congress (@INCIndia) March 2, 2021
আজ তেজপুরের মহাভৈরব মন্দির দর্শনে যাবেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। তেজপুরো একটি নির্বাচনী জনসভাতেও বক্তৃতা রাখবেন তিনি। অসমে পৌঁছে আদিবাসীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। বিভিন্ন কর্মসূচিতে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরবও হয়েছেন তিনি।