বায়ুদূষণ রুখতে দিল্লির রাস্তায় নিষিদ্ধ হতে পারে প্রাইভেট গাড়ি

দূষণ নিয়ন্ত্রণ পর্যদের সভাপতি ভুরে লাল বলেন, 'আশা করব দিল্লির দূষণ আর বাড়বে না। তবে বাড়লে প্রাইভেট গাড়ি বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।'

Updated By: Oct 30, 2018, 06:02 PM IST
বায়ুদূষণ রুখতে দিল্লির রাস্তায় নিষিদ্ধ হতে পারে প্রাইভেট গাড়ি

নিজস্ব প্রতিবেদন: শীত পড়তেই রাজধানী দিল্লির কপালে ভাঁজ ফেলেছে দূষণের দুশ্চিন্তা। দিন যত কাটছে ততই বাড়ছে রাজধানীর দূষণের মাত্রা। ফলে রাজধানী ও লাগোয়া এলাকায় অসুস্থ হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লির রাস্তায় ব্যক্তিগত মালিকানায় থানা গাড়ি চলাচল নিষিদ্ধ ঘোষণা করতে পারে প্রশাসন। 

দূষণ নিয়ন্ত্রণ পর্যদের সভাপতি ভুরে লাল বলেন, 'আশা করব দিল্লির দূষণ আর বাড়বে না। তবে বাড়লে প্রাইভেট গাড়ি বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।' 

বিজেপির দুর্নীতির চাপে ঘেঁটে গিয়ে ভুল বলেছি, নিজের হুলেই বিদ্ধ রা-হুল

গত কয়েক বছর ধরেই দিল্লি ও লাগোয়া এলাকায় বায়ুদূষণের মাত্রা ভাবাচ্ছে সাধারণ মানুষ থেকে হেভিওয়েটদের। বিশেষ করে শীতকালে দিল্লির বাতাসে দূষণের মাত্রা অত্যন্ত বিপদজনক স্তরে পৌঁছে যাওয়ায় অনেকে শহরও ছাড়তে শুরু করেছেন। শীতে দিল্লি এড়িয়ে চলছেন বিদেশি প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে জোড়-বিজোড় ফরমুলা চালু করে গত কয়েক বছর পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেছে দিল্লি সরকার। তাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সমস্যার সুরাহা হয়নি। প্রাইভেট গাড়ি নিষিদ্ধ করলে কি বিষমুক্ত হবে দিল্লির বাতাস? প্রশ্ন থাকবেই। 

.