সামান্যই বেড়েছে, প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ

Updated By: Sep 23, 2017, 05:48 PM IST
সামান্যই বেড়েছে, প্রকাশ্যে এল প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রীর সম্পতির পরিমাণ কত? এনিয়ে সাধারণ মানুষের আগ্রহ প্রবল। সম্প্রতি তাঁর সম্পত্তির হিসেব প্রকাশ্যে এসেছে। তবে এখনও প‌র্যন্ত ৭৬ জন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে মাত্র ১৬ জনের সম্পত্তির হিসেব পাওয়া ‌যাচ্ছে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনু‌যায়ী, প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকার কিছু বেশি। এই হিসেবে এ বছর ৩১ মার্চ প‌র্যন্ত। কেন্দ্রের অন্যান্য মন্ত্রীদের ৩১ মার্চের মধ্যে সম্পত্তির হিসেব দিতে বলা হলেও মাত্র ১৬ জন তাতে সাড়া দিয়েছেন। ওই হিসেব অনু‌যায়ী ২০১৫-১৬ সালে প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ছিল ১.৭৩ কোটি। ২০১৪-১৫ সালে ওই সম্পত্তির পরিমাণ ছিল ১.৪১ কোটি।

ওই হিসেব অনু‌যায়ী নরেন্দ্র মোদীর হাতে রয়েছে ১.৪৯ কোটি টাকা নগদ। ফিক্সড ডিপোজিট রয়েছে ৩৯ লাখ টাকার। তবে তাঁর সেভিংস অ্যাকাউন্টে জমা টাকার পরিমাণ গত আর্থিক বছরের তুলনায় অনেকটাই কমেছে। প্রধানমন্ত্রীর আয়ের হিসেবের একটা গুরুকত্বপূর্ণ দিক হল তিনি তাঁর বই থেকে পাওয়া রয়্যালটি নেন না।

সম্পত্তির হিসেব জানা ‌যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন, রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিরও। অর্থমন্ত্রী অরুণ জেটলি আগেই তাঁর সম্পত্তির হিসেব দিয়েছিলেন। দেখা ‌যাচ্ছে অধিকাংশ মন্ত্রীই বিপুল টাকার গহনা কিনে রেখেছেন। অরুণ জেটলি ও তাঁর স্ত্রীর হাতে রয়েছে প্রায় দেড় কোটি টাকার গহনা। সুষমা স্বরাজের কাছে রয়েছে ২৭ লাখ ও নীতিন গড়করির হাতে রয়েছে ৫২ লাখ টাকার গহনা।

আরও পড়ুন-ধর্ষণের অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেতা মনোজ পাণ্ডে

  •  
  •  
.