পেট্রোলের দাম থেকে সারচার্জ তুলে নিল কেরালা

পেট্রোলের দাম থেকে সারচার্জ তুলে নিল কেরালা। কিন্তু পশ্চিমবঙ্গ এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা মানুষ রেহাই পেতে তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

Updated By: Nov 4, 2011, 11:59 PM IST

পেট্রোলের দাম থেকে সারচার্জ তুলে নিল কেরালা। কিন্তু পশ্চিমবঙ্গ এখনো সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। এই অবস্থায় মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা মানুষ রেহাই
পেতে তাকিয়ে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিরোধীনেত্রী থাকাকালীন কেন্দ্র যখনই তেলের দাম বাড়িয়েছে তখন, বামফ্রন্ট
সরকারের কর আদায়ের হারের দিকে অভিযোগের আঙুল তুলতেন তৃণমূল নেত্রী। কিন্তু নিজে ক্ষমতায় আসার পর, দ্বিতীয় ইউপিএ সরকার যখন বারবার তেলের দাম
বাড়িয়েছে, তখন নিজেরই দেখানো কর প্রত্যাহারের রাস্তায় হাঁটেননি মমতা বন্দ্যোপাধ্যায়। গত চব্বিশে জুন অবশ্য একবার রান্নার গ্যাসে ষোলো টাকা কর প্রত্যাহার
করেছিলেন শুধু। এই অবস্থায় বৃহস্পতিবার মধ্যরাতে আরও একবার কেন্দ্র তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর প্রতি লিটার পেট্রোলে ছত্রিশ পয়সা সারচার্জ
প্রত্যাহার করে রাজ্যের সাধারণ মানুষকে রেহাই দেওয়ার চেষ্টা করল কেরালা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এ ব্যাপারে এখনো নীরব। এ রাজ্যে তেলের দামের
হিসাবের দিকে লক্ষ করলে দেখা যাবে, তেলের জন্য বেসরকারি সংস্থাগুলিকে দিতে হয় একচল্লিশ টাকা চুয়াত্তর পয়সা। কেন্দ্রীয় কর চোদ্দো টাকা আটাত্তর পয়সা, রাজ্যের
কর পনেরো টাকা তেরো পয়সা এবং খুচরো ব্যবসায়ীদের কমিশন বাবদ দিতে হয় দেড় টাকা করে। ফলে কলকাতায় তেলের দাম দাঁড়াচ্ছে তিয়াত্তর টাকা পনেরো পয়সা।
শুধু দু হাজার এগারোতেই পাঁচ বারে পেট্রোলের দাম বেড়েছে তেরো টাকা একচল্লিশ পয়সা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যদি রাজ্যের আদায়ীকৃত কর কমানোর সিদ্ধান্ত নেন তা
হলে অবশ্যই উপকৃত হবেন রাজ্যবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেই বারবার বলছেন, কেন্দ্রের তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে তিনি এবং তাঁর দল অখুশি, তখন রাজ্যবাসীর প্রত্যাশাও তাঁর কাছে আরো অনেক বেশি।

Tags:
.