LPG Cylinder: আবার বাড়ল গ্যাসের দাম, জেনে নিন কত হল আপনার শহরে
২৫০ টাকা দাম বেড়ে নতুন দাম হয়েছে ২,২৫৩ টাকা
নিজস্ব প্রতিবেদন: আবার বাড়ল গ্যাসের দাম। শুক্রবার থেকে বাণিজ্যিক LPG সিলিন্ডারের হতে চলেছে আরও মহার্ঘ্য।
শুক্রবার থেকে ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ছে ২৫০ টাকা। এই দাম পরিবর্তনের পরে ১৯ কিলোগ্রামের সিলিন্ডারের দাম দিল্লিতে হল ২,২৫৩টাকা প্রতি সিলিন্ডার। কলকাতায় সিলিন্ডার প্রতি নতুন দাম ২,৩৫১ টাকা। মুম্বই এবং চেন্নাইতে এই দাম হবে যথাক্রমে ২,২০৫টাকা এবং ২,৪০৬ টাকা।
আরও পড়ুন: PAN-AADHAAR লিঙ্ক নিয়ে বড় ঘোষণা! বন্ধ হয়ে গেল এই Free Service
19 kg commercial cooking gas LPG price hiked by Rs 250 per cylinder. It will now cost Rs 2253 effective from today. No increase in the prices of domestic gas cylinders. pic.twitter.com/h8acfRh6mn
— ANI (@ANI) April 1, 2022
আরও পড়ুন: Gold Price: আবার পতন সোনায়, ৩ দিনে ৩০০০ টাকা কমল দাম
রেস্টুরেন্ট, হোটেল। ছোট দোকান, চায়ের দোকান এবং অন্যান্য ছোট ছোট স্টলগুলি এই ১৯ কিলোগ্রামের বাণিজ্যিক গ্যাসের মূল ক্রেতা।
ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। দিল্লিতে ভর্তুকিহীন এই সিলিন্ডারের দাম ৯৪৯.৫০ টাকা। যদিও কিছু কিছু জায়গায় এই গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০০০টাকা পেরিয়ে গেছে।