গোলাপি-সবুজ ব্যালটে বেগুনি কালির টিক দিয়ে আজ দেশ জুড়ে রাষ্ট্রপতি নির্বাচন
![গোলাপি-সবুজ ব্যালটে বেগুনি কালির টিক দিয়ে আজ দেশ জুড়ে রাষ্ট্রপতি নির্বাচন গোলাপি-সবুজ ব্যালটে বেগুনি কালির টিক দিয়ে আজ দেশ জুড়ে রাষ্ট্রপতি নির্বাচন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/17/89309-prez.jpg)
ওয়েব ডেস্ক: আজ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ। ইউপিএ তথা বিরোধীদের প্রার্থী মীরা কুমার। সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে ভোট দেবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ফল জানা যাবে ২০শে জুলাই। নতুন রাষ্ট্রপতির শপথ ২৫ শে জুলাই। সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট। বিধায়করা গোলাপি ব্যালটে ও সাংসদরা সবুজ ব্যালটে ভোট দেবেন। নির্বাচন কমিশনের বিশেষ বেগুনি কালির পেনেই প্রার্থীর নামের পাশে টিক দিতে হবে।
পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যের ২৯৪ জন বিধায়ক ছাড়াও রাজ্যের লোকসভার সাংসদদের ৩১ জন ভোট দেবেন। ভোট দেবেন রাজ্যসভার ১১ জন সদস্যও। রোজভ্যালি মামলায় জেল হেফাজতে থাকা তাপস পাল ভোট দিতে পারবেন না। রাজ্যের বাকি সাংসদরা সংসদেই ভোটাধিকার প্রয়োগ করবেন। কলকাতায় চিকিত্সা করাতে আসা ত্রিপুরার স্পিকারও বিধানসভায় ভোট দেবেন। (আরও পড়ুন- সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন)