Presidential Election 2022: নাম ঘোষণার পরেই দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

বিজেপি মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী হিসাবে মুর্মুর নাম ঘোষণা করেছে। তাঁকে বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে লড়তে হবে।

Updated By: Jun 22, 2022, 07:27 AM IST
Presidential Election 2022: নাম ঘোষণার পরেই দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা করা হয়েছে ২০২২ সালের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ-র মনোনীত প্রার্থী হিসাবে। এরপরেই তাঁকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ লক্ষ মানুষ যারা জীবনের কষ্টের সম্মুখীন হয়েছেন তাঁরা মুর্মুর জীবন থেকে অনুপ্রেরণা পান। ওড়িশা থেকে বিজেপির আদিবাসী নেতা মুর্মু  একজন "মহান রাষ্ট্রপতি" হবেন বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। 

 

প্রধানমন্ত্রী একটি টুইটে লেখেন, "লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে যারা দারিদ্র্য এবং কষ্টের সম্মুখীন হয়েছেন, তারা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর জীবন থেকে শক্তি লাভ করে। নীতিগত বিষয় তার বোঝাপড়া এবং সহানুভূতিশীল প্রকৃতি আমাদের দেশকে ব্যাপকভাবে উপকৃত করবে।" 

 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তার মনোনয়ন 'সবকা সাথ-সবকা বিকাশ'-এর প্রতি বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ। আদিত্যনাথ একটি টুইটে লেখেন, "ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, দ্রৌপদী মুর্মু জিকে, রাষ্ট্রপতি পদের জন্য এনডিএ প্রার্থী করায় আন্তরিক অভিনন্দন। মুর্মু জির নির্বাচন, যিনি আদিবাসী সমাজ থেকে এসেছেন, 'নিউ ইন্ডিয়া'-তে 'সবকা সাথ-সাবকা'-এর প্রতি প্রতিশ্রুতির একটি শক্তিশালী প্রমাণ।"

 

বিজেপি মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন এনডিএ জোটের প্রার্থী হিসাবে মুর্মুর নাম ঘোষণা করেছে। তাঁকে বিরোধী দলগুলির মনোনীত প্রার্থী প্রাক্তন অর্থ ও বিদেশমন্ত্রী যশবন্ত সিনহার বিরুদ্ধে লড়তে হবে।

আরও পড়ুন: Presidential Election: রাইসিনা হিলসে প্রথম আদিবাসী? চিনে নিন NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে

মুর্মু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে তিনি হবেন ওড়িশার প্রথম ব্যক্তি এবং প্রথম উপজাতীয় মহিলা যিনি শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন। BJD সুপ্রিমো এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মুর্মুর মনোনয়নে বলেছেন যে এটি তার রাজ্যের জনগণের জন্য একটি গর্বের মুহূর্ত। পট্টনায়েক টুইটে লেখেন, "আমি আনন্দিত হয়েছিলাম যখন মাননীয় প্রধানমন্ত্রী @narendramodi জি আমার সঙ্গে এই বিষয় আলোচনা করেন। এটি সত্যিই ওড়িশার মানুষের জন্য একটি গর্বের মুহূর্ত।"

 

আগামী ২৫ জুনে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নিজের নমিনেশন জমা দেবেন বলে জানা গিয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.