প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের
দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল।
নিজস্ব প্রতিবেদন : প্রয়াত সুষমা স্বরাজ। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী। তাঁর প্রয়াণে সারা দেশে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালে তাঁর নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Delhi: President Ram Nath Kovind pays last tribute to former External Affairs Minister & Bharatiya Janata Party leader #SushmaSwaraj, at her residence. pic.twitter.com/7IAj9WINol
— ANI (@ANI) August 7, 2019
মঙ্গলবার রাতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটে শোকজ্ঞাপন করেন।
Extremely shocked to hear of the passing of Smt Sushma Swaraj. The country has lost a much loved leader who epitomised dignity, courage & integrity in public life. Ever willing to help others, she will always be remembered for her service to the people of India #sushmaswaraj
— Ram Nath Kovind (@RamNanthKobind) August 6, 2019
তিনি লেখেন, "সুষমা স্বরাজের প্রয়ানে গভীরভাবে শোকাহত। দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল। যিনি জনজীবনে মর্যাদা, সাহস এবং নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন। মানুষকে সাহায্যের জন্য সর্বদা এগিয়ে আসতেন। তাঁর কাজের জন্যই ভারতবাসীর স্মরণে থাকবেন তিনি।"
আরও পড়ুন - পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ শেষকৃত্য প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের