"নরেন্দ্র মোদী কুইক লার্নার", বললেন 'অভিভূত' রাষ্ট্রপতি
প্রত্যেকটা জিনিসকে খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করেন। সবকিছু খুব দ্রুত শিখে নিতে পারেন নরেন্দ্র মোদী। এই কারণে তিনি অভিভূত। বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
ওয়েব ডেস্ক : প্রত্যেকটা জিনিসকে খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন করেন। সবকিছু খুব দ্রুত শিখে নিতে পারেন নরেন্দ্র মোদী। এই কারণে তিনি অভিভূত। বললেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
রাষ্ট্রপতি বলেন, "মোদীর কাজ করার একটি নিজস্ব স্টাইল আছে। এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে তিনি যেকোনও বিষয় অনুধাবন করতে পারেন। সেই অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই কারণে আমি তাঁকে সাধুবাদ জানাই।"
সেইসঙ্গে তিনি আরও বলেন, চরণ সিং থেকে চন্দ্রশেখর, সবারই প্রধানমন্ত্রী হওয়ার আগে থাকতেই সংসদ বিষয়ে প্রভূত অভিজ্ঞতা ছিল। কিন্তু নরেন্দ্র মোদীর সেরকম কোনও পূর্ব অভিজ্ঞতা ছিল না। রাজ্য সরকারের দায়িত্ব সামলানো থেকে সোজা সংসদ। কিন্তু তা সত্ত্বেও মোদী যেভাবে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক বোঝাপড়ার বিভিন্ন জটিল বিষয়কে খুব সহজে করায়ত্ত করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। উল্লেখ করেন G-২০ সামিটে মোদীর বলিষ্ঠ নেতৃত্বের কথাও।
আরও পড়ুন, সুপ্রিমকোর্টের কাছে ১৪ কোটির ক্ষতিপূরণ দাবি করলেন বিচারপতি কারনান!