প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ওবামা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হচ্ছেন ওবামাই।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হচ্ছেন ওবামাই। এদিন সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র টুইট করেন:
This Republic Day, we hope to have a friend over…invited President Obama to be the 1st US President to grace the occasion as Chief Guest.
— Narendra Modi (@narendramodi) November 21, 2014
ওবামার ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিল মোদীর আমন্ত্রণের জবাবে টুইট করেছে:
@ invite of @narendramodi President Obama will travel to #India in Jan 2015 to participate in Indian Republic Day celebration as Chief Guest
— @NSCPress (@NSCPress) November 21, 2014
প্রজাতন্ত্র দিবসে এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসাবে থাকছেন। মোদী সহ অন্য শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ওবামা। ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করতে বৈঠক হবে কূটনৈতিক স্তরে। এর আগে গত সেপ্টেম্বরে হোয়াই হাউসে ওবামার সঙ্গে দেখা করেন মোদী।