দিল্লিতে ফের নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিল বিজেপি

With the deadlock continuing in Delhi after a hung verdict in the recently concluded assembly elections, Congress on Tuesday indicated that it was mulling giving outside support to Arvind Kejriwal-led Aam Admi Party (AAP).

Updated By: Dec 10, 2013, 08:02 PM IST

দিল্লিতে সরকার গঠন নিয়ে দিশেহারা অবস্থা। ভারতীয় রাজনীতিতে এমন অবস্থা সম্ভবত কোনও দিনই আসেনি। কেউ কাউকে সমর্থন করতে নারাজ। প্রশ্ন আদর্শের। সংখ্যালঘু সরকারের ঝুঁকি নিতে নারাজ ভারতীয় জনতা পার্টি। কেজরিওয়ালের সমর্থন পাওয়া যাবে না। ফলে, রাস্তা খোলা একমাত্র আবার নির্বাচনে লড়ার। সদ্য শেষ হওয়া দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কদের ফের ভোট যুদ্ধে নামার প্রস্তুতি নিতে বলল দল।

ভোটে ৭০টি আসনের মধ্যে ৩১টি পেয়েছে বিজেপি। যা ম্যাজিক ফিগার থেকে ৫টি আসন কম। দলের প্রাক্তন সভাপতির কথায় নতুন লড়াইয়ের ইঙ্গিত, "নিজেদের বিধায়ক নয়, প্রার্থী হিসাবে ভাবুন।" অন্য দলের সমর্থন নিয়ে বিজেপি দিল্লির সরকার গড়বে না বলে জানিয়েছে দিয়েছেন গড়করি। বিধায়ক কেনা বেচা করতে নারাজ কেজরিওয়ালও।

গতকাল আম আদমি পার্টির নেতা প্রশান্ত ভূষণ বিজেপিকে সমর্থন দেওয়ার করার বললেও আজ কেজরিওয়াল বলেছেন, "আমরা সমর্থন নেব না, দেবও না।" ফলে, রাস্তা একমাত্র পূনর্নির্বাচন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

.