হিমাচল প্রদেশ নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল বিজেপি
নিজস্ব প্রতিবেদন: সবাইকে চমকে দিয়ে প্রেম কুমার ধূমলকে হিমাচল প্রদেশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করল বিজেপি। মঙ্গলবার এক জনসভায় প্রবীণ এই বিজেপি নেতাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরেন দলের সভাপতি অমিত শাহ।
এর আগে ২ দফায় হিমাচলের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ধূমল। এদিনের জনসভায় অমিত শাহ বলেন, ১৮ ডিসেম্বরের পর হিমাচলের মুখ্যমন্ত্রীর নাম হবে প্রেম কুমার ধূমল। অমিত শাহের আকস্মিক এই ঘোষণায় বিরোধীদের মতো হতচকিত হিমাচলের বিজেপি নেতা-কর্মীরাও।
হিমাচল প্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে টক্করে ছিলেন ধূমল ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। সম্প্রতি নড্ডার পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন সেরাজ্যের বেশ কয়েকজন নেতা। তার পরও অমিত শাহ ধূমলের নাম ঘোষণা করায় চমকে গিয়েছেন অনেকেই।
আরও পড়ুন - বারুইপুরে বৃদ্ধাকে কুপিয়ে খুন, সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মেয়ে
কর্মীদের তাতাতেই ৭৩ বছর বসয়ী প্রেম কুমার ধূমলের নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি বিজেপির এক অভ্যন্তরীণ এক সমীক্ষায় ধূমলের জনপ্রিয়তার কাছে জেপি নড্ডা হেরে যান বলে খবর।