আরএসএসের অনুষ্ঠানের পর এবার মোদীকে নিয়ে বই লিখছেন প্রণব
নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কলম ধরছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি হিসেবে নিজের অভিজ্ঞতা এবার মলাটে আনতে আনতে চলেছেন প্রণব মুখোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টে সে কথাই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি।
Look forward to penning down my Presidential Years...#CitizenMukherjee https://t.co/Uq81c5yBmA
— Pranab Mukherjee (@CitiznMukherjee) June 13, 2018
এর আগে তিনটি বইয়ে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন প্রণব মুখোপাধ্যায়। প্রকাশনা সংস্থা রূপা পাবলিকেশন জানিয়েছে, ড্রামাটিক ডিকেড, টার্বুলেন্ট ইয়ার ও কোয়ালিশন ইয়ারের পর প্রণব মুখোপাধ্যায়ের লেখা চতুর্থ বইও প্রেসিডেন্টিয়াল ইয়ার প্রকাশ করতে চলেছে তারা। তাঁর তৃতীয় তথা সর্বশেষ বইটি ব্যাপক সাড়া ফেলেছে বলেও জানিয়েছে রূপা পাবলিকেশন। তাদের বিবৃতি অনুযায়ী, চতুর্থ বইটিতে রাষ্ট্রপতি ভবন থেকে নিজের চোখে দেখা সমস্ত ঘটনার কথা লেখনীর মাধ্যমে তুলে ধরবেন প্রণব মুখোপাধ্যায়। অরুণাচলে রাষ্ট্রপতি শাসন জারি, নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কলম ধরবেন তিনি।
We are proud to announce the acquisition of ‘The Presidential Years’ by @CitiznMukherjee! First of its kind, the book will chronicle the journey of India’s head of state in exhaustive detail.#NewBookByPranabMukherjee pic.twitter.com/KNcfUTMTEF
— Rupa Publications (@Rupa_Books) June 12, 2018
দিন কয়েক আগে আরএসএসের তৃতীয় বর্ষের প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি থাকা নিয়ে বিস্তর রাজনৈতিক টানাপোড়েন চলেছিল। এবার প্রণববাবুর চতুর্থ বইয়ে মোদীকে নিয়ে কী লেখা থাকে, সেটাই দেখার।
আরও পড়ুন- বাংলো ভাঙচুরের অভিযোগের পর ট্যাপ কল হাতে কী করছেন অখিলেশ?