বাংলাদেশ সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রবিবার ঢাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা প্রণব মুখোপাধ্যায়ের।

Updated By: Mar 1, 2013, 09:23 AM IST

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে রবিবার ঢাকায় যাচ্ছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর এটাই হবে তাঁর প্রথম  বিদেশ সফর। তিন দিনের সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মহম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করার কথা প্রণব মুখোপাধ্যায়ের।
এছাড়া বাংলাদেশের বিদেশমন্ত্রী দীপুমণি ও অর্থমন্ত্রী আবদুল মোহিতের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রণব মুখোপাধ্যায়ের সফর চলাকালীন তাঁর হাতে তুলে দেওয়া হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে এবছর আইন বিষয়ক সম্মানিক ডক্টরেট উপাধী গ্রহণ করবেন রাষ্ট্রপতি।
এরপর সেদেশের ভারতীয় নাগরিকদের সঙ্গেও মিলিত হবেন তিনি। ঢাকা থেকে নরেল জেলার ভদ্রবিলা এবং কুষ্ঠিয়া জেলার শিলাইদহ ও মির্জাপুরে যাবেন প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির এই সফরের পরিপ্রেক্ষিতে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.