আরএসএসের প্রতিষ্ঠাতাকে 'ভারত মায়ের মহান সন্তান' আখ্যা প্রণবের

১৯২৫ সালে বিজয়া দশমীর দিন সূচনা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র কেশব বলিরাম হেডগেওয়ার।

Updated By: Jun 7, 2018, 06:00 PM IST
আরএসএসের প্রতিষ্ঠাতাকে 'ভারত মায়ের মহান সন্তান' আখ্যা প্রণবের

নিজস্ব প্রতিবেদন: আরএসএস-কে নিত্যদিন বিঁধছেন কংগ্রেস নেতারা, সেই সঙ্ঘের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ারের মূর্তিতে মাল্যদান করলেন প্রণব মুখোপাধ্যায়। শুধু তাই নয়, প্রণববাবু লিখলেন, ভারত মায়ের মহান সন্তান কেবি হেডগেওয়ার।     

নাগপুরে হেডগেওয়ারের জন্মস্থানে গিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেখানে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান সরসঙ্ঘচালক মোহন ভাগবত। এরপর বাসভবনটি ঘুরিয়ে দেখান প্রাক্তন রাষ্ট্রপতিকে। পরিদর্শকের ডায়েরিতে প্রণববাবু লিখেছেন, ''ভারত মায়ের মহান সন্তানকে সম্মান ও শ্রদ্ধা জানতে এসেছি আমি।''       

১৯২৫ সালে বিজয়া দশমীর দিন সূচনা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের। এই সংগঠন প্রতিষ্ঠা করেন কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র কেশব বলিরাম হেডগেওয়ার। মূলত হিন্দু জাতীয়তাবাদকে ভিত্তি করেই এই সংগঠনের পথ চলা। পরবর্তীকালে একাধিক শাখা সংগঠনের মাধ্যমে গোটা দেশে জাল বিস্তার করেছে আরএসএস। সঙ্ঘের মতার্দশেই চলে বিজেপি। 

 আরও পড়ুন- নাগপুরে প্রণব, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে কী নির্দেশ সনিয়ার?   

.