প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দেওয়া হয়েছে ৩ কোটি গ্যাস সিলিন্ডার, দাবি মন্ত্রকের

Updated By: Nov 1, 2017, 08:46 PM IST
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দেওয়া হয়েছে ৩ কোটি গ্যাস সিলিন্ডার, দাবি মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ইতিমধ্যেই ৩ কোটি গ্যাস সিলিন্ডার বন্টন করেছে কেন্দ্র। প্রকল্পটি সূচনার পর মাত্র ১৮ মাসে এই সাফল্য, জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের আধিকারিক। জানা গিয়েছে, ৮ হাজার কোটি টাকা বরাদ্দ হওয়ায় ৩ কোটি গরিব মানুষকে সিলিন্ডার দেওয়া হয়েছে। আরও ৪,৮০০ কোটি টাকা পেতে পারে মন্ত্রক। 

উপভোক্তার সংখ্যা আরও বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাবও দিতে চলেছে পেট্রোলিয়ম মন্ত্রক। মন্ত্রকের সূত্রে খবর, উপভোক্তার সংখ্যা ৮ কোটিতে নিয়ে যাওয়া কেন্দ্রের লক্ষ্য। ২০১৬ সালের মে মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা করেছিলেন নরেন্দ্র মোদী। প্রাথমিকভাবে তিন বছরের মধ্যে দারিদ্র সীমার নীচে থাকা ৫ কোটি মহিলাকে গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই লক্ষ্যের কাছে পৌঁছে গিয়েছে কেন্দ্র।

 আরও পড়ুন, জাতীয় খাবারের স্বীকৃতি পেতে চলেছে খিচুরি

পেট্রোলিয়ম মন্ত্রক সূত্রে আরও দাবি, প্রতিদিন ৩৫ থেকে ৪০ হাজার নতুন গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়ম কর্পোরেশন ও হিন্দুস্তান পেট্রোলিয়ম কর্পোরেশন মোট ৩,০৩,১৮,৫২০টি গ্যাস সিলিন্ডার বন্টন করেছে। তার মধ্যে ৪৪ শতাংশ উপভোক্তাই পিছিয়ে পড়া শ্রেণির।
 
আরও পড়ুন, সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে চাই বিশেষ আদালত: সুপ্রিম কোর্ট

.