গতি বাড়িয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন

এই সাইক্লোনের প্রভাবে মূলত গুন্টুর, নেল্লোর, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, প্রকাশম, কৃষ্ণা... অন্ধ্রপ্রদেশের এই ছ’টি উপকূলবর্তী জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Updated By: Dec 15, 2018, 10:33 AM IST
গতি বাড়িয়ে অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন

নিজস্ব প্রতিবেদন: শুক্রবারের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে একটি শক্তিশালী সাইক্লোন আছড়ে পড়তে চলেছে অন্ধ্র উপকূলে। অন্তত তেমনই ছবি ধরা পড়েছিল উপগ্রহচিত্রে। কিন্তু শনিবারই বদলে গেল সেই ছবি, বদলে গেল সব হিসাবও। গতি বাড়িয়ে দ্রুত অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন। আবহবিদরা জানাচ্ছেন, ১২ ঘণ্টার মধ্যেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী সাইক্লোন। আপাতত নিম্নচাপটি চেন্নাই থেকে ৭৩০ কিলোমিটার এবং পূর্ব ও অন্ধ্রপ্রদেশ থেকে ৯৩০ কিলোমিটার দূরে পূর্ব ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হয় যার প্রভাবে আপাতত থমকে রয়েছে শীত। এই সাইক্লোনের প্রভাবে মূলত গুন্টুর, নেল্লোর, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, প্রকাশম, কৃষ্ণা... অন্ধ্রপ্রদেশের এই ছ’টি উপকূলবর্তী জেলা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ ডিসেম্বরের মধ্যে অন্ধ্র উপকূলে ওঙ্গলে এবং কাকিনাড়ার মাঝামাঝি অঞ্চলে আছড়ে পড়বে সেই ঝড়। ইতিমধ্যেই রাজ্যের মত্সজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে।

.