ভারতের রাফাল নাকি পাকিস্তানের মার্কিন F16, কোন বিমানের কী ক্ষমতা?

রাফাল চুক্তি সম্পূর্ণ। হাতে আসছে যুদ্ধবিমান। রাফালকে রুখতে মার্কিন F16-এ বাজি ধরছে পাকিস্তান। কোন বিমানের কী ক্ষমতা? তূল্যমূল্য লড়াইয়ে কে এগিয়ে?

Updated By: Sep 25, 2016, 02:44 PM IST
ভারতের রাফাল নাকি পাকিস্তানের মার্কিন F16, কোন বিমানের কী ক্ষমতা?

ওয়েব ডেস্ক: রাফাল চুক্তি সম্পূর্ণ। হাতে আসছে যুদ্ধবিমান। রাফালকে রুখতে মার্কিন F16-এ বাজি ধরছে পাকিস্তান। কোন বিমানের কী ক্ষমতা? তূল্যমূল্য লড়াইয়ে কে এগিয়ে?

ফরাসি রাফাল। মার্কিন F16। অত্যাধুনিক মারণাস্ত্র। দুটি যুদ্ধবিমানই পরীক্ষিত এবং জনপ্রিয়। চুলচেরা বিশ্লেষণে কে কোথায় দাঁড়িয়ে?

একটানা ২ হাজার নটিকাল মাইল উড়তে পারে রাফাল

আরও পড়ুন উরি-কাণ্ডের পর ভারত-পাক সিন্ধু জল চুক্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠছে

F16 উড়তে পারে একটানা ২২৮০ নটিকাল মাইল

সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে রাফাল

সর্বোচ্চ ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে F16

রাফালের উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট

আরও পড়ুন শক্তির ভারসাম্যে ভারত-পাকিস্তান কে কোথায় দাঁড়িয়ে দেখে নিন

F16-এর উপরে ওঠার সর্বোচ্চ গতি মিনিটে ৬০ হাজার ফুট

সাধারণত ৭৫০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে রাফাল

সাধারণত ৩৩০ নটিক্যাল মাইল গতিতে ওড়ে F 16

সর্বোচ্চ ১০৩২ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে রাফাল

সর্বোচ্চ ১৩০৩ নটিক্যাল মাইল গতিতে উড়তে পারে F16

রাফাল, F16-এর তুলনায় সামান্য লম্বা ও চওড়া

রাফাল, F16-এর ৬ হাজার পাউন্ড ভারী

অনেক উঁচু থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করা থেকে পরমাণু অস্ত্রবহন। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে দুটি বিমানের যাবতীয় মুন্সিয়ানাই প্রমাণিত। সম্মুখ সমরে কে কতটা আঘাত করবে তা নির্ভর করছে চালকের ওপর। তবে ভারতের হাতেও F16 বিমান রয়েছে।

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

.