শান্তিপূর্ণ ভোট দিল্লিতে, হার ৫৫ শতাংশ

প্রার্থীরা তো বটেই, নির্বাচন কমিশনের তরফেও প্রচারে কোনও কসুর ছিল না। তবু দেশের রাজধানীর পুর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন না অর্ধেকের বেশি দিল্লিওয়ালে। কমিশন সূত্রে জানা গিয়েছে ভোট পড়েছে ৫৫ শতাংশ। ভোটগণনা মঙ্গলবার।

Updated By: Apr 15, 2012, 08:31 PM IST

প্রার্থীরা তো বটেই, নির্বাচন কমিশনের তরফেও প্রচারে কোনও কসুর ছিল না। তবু দেশের রাজধানীর পুর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন না অর্ধেকের বেশি দিল্লিওয়ালে। কমিশন সূত্রে জানা গিয়েছে ভোট পড়েছে ৫৫ শতাংশ। ভোটগণনা মঙ্গলবার।
সব সময় জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকলেও, দিল্লির বাসিন্দাদের ওপর তার প্রভাব দীর্ঘদিন লক্ষ্য করা যায়নি। গত পুর নির্বাচনেও শহরের মাত্র ৪২.৭ শতাংশ মানুষ ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। রাজধানীর বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এবার কোমর বেঁধে নেমেছিল নির্বাচন কমিশন। "দিল্লি কি দাবাঙ্গ" নামে ক্যাম্পেন চালানোর পর অন্তত ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশা প্রকাশ করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত, ভোটের দিনটা ছুটির আমেজেই কাটালেন রাজধানীর বাসিন্দারা।
দিল্লির তিনটি পুরসভার ২৭২ টি আসনে ভোটগ্রহণ হল রবিবার। দু`হাজার চারশো প্রার্থীর ভাগ্য বন্দি হয়েছে ১১,৫৪৩টি বুথে। দিল্লি নগরনিগম বিভাজিত হওয়ার পর এবারই প্রথম নির্বাচন হল সেখানে। উত্তর দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় ১০৪টি করে ওয়ার্ড রয়েছে। পূর্ব দিল্লি পুরসভায় রয়েছে ৬৪টি ওয়ার্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘেরাটোপ থাকায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার ভোটগণনা। আগামী বছরই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগে পুরভোটের ফলকে গুরুত্ব দিচ্ছে সবক`টি রাজনৈতিক দলই।

.