ছ'মাসের জামিনে মুক্ত ভারাভারা রাও

শারীরিক কারণেই ভারাভারার জামিনের আবেদন মঞ্জুর হল বলে জানিয়েছে আদালত।

Updated By: Feb 22, 2021, 02:36 PM IST
ছ'মাসের জামিনে মুক্ত ভারাভারা রাও

নিজস্ব প্রতিবেদন: অবেশেষে মুক্তি মিলল অশীতিপর কবি ও সমাজকর্মী ভারাভারা রাওয়ের। তবে তা সাময়িক। সোমবার ভীমা কোরেগাঁও মামলায় অন্যতম অভিযুক্ত ভারাভারাকে ৬ মাসের জন্য জামিন দিল বম্বে হাইকোর্ট। 

বহুদিন থেকে ভারাভারার শরীর ভাল যাচ্ছিল না। জেলবন্দি অবস্থায় তাঁর যথাযথ চিকিৎসা হচ্ছে না, এই মর্মে বারবার আবেদনও জানিয়েছেন তাঁর স্ত্রী এবং তাঁর আইনজীবীরাও। কোভিড সংক্রমণও হয়েছিল ভারাভারার। ফলে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সংশ্লিষ্ট সব মহলেই একটা উদ্বেগ ছিল। বম্বে আদালতও (Bombay High Court) জানিয়েছে, শারীরিক কারণেই ভারাভারার (poet-activist
Varavara Rao) জামিনের আবেদন মঞ্জুর হল।

আরও পড়ুন: রাজ্য জুড়ে টানা লকডাউনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

ভীমা কোরেগাঁও (Bhima-Koregaon case)মামলায় ২০১৮ সালের অগস্ট থেকে জেলবন্দি ভারাভারা। তাঁর বিরুদ্ধে ইউএপিএ আইনে একাধিক মামলা রুজু হয়েছে। ২০১৮ সাল থেকেই মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি তিনি। তাঁর আইনজীবীদের অভিযোগ, ভারাভারার শারীরিক অবস্থার অবনতি হলেও তাঁর ঠিক মতো চিকিৎসা হচ্ছে না। জেলবন্দি অবস্থাতেই একাধিক বার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পেরে পদত্যাগ পুদুচেরির মুখ্যমন্ত্রীর

.