ঠিক আছেন তো? নাড্ডা ও কৈলাসের খোঁজ নিলেন মোদী

নাড্ডা ও কৈলাসকে প্রধানমন্ত্রীর ফোন বিশেষ তাৎপর্যপূর্ণ

Updated By: Dec 11, 2020, 01:00 PM IST
ঠিক আছেন তো? নাড্ডা ও কৈলাসের খোঁজ নিলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: কেমন আছেন জে পি নাড্ডা? কেমন আছেন কৈলাস বিজয়বর্গীয়? ফোন করে জানতে চাইলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

আজ, শুক্রবার সকালের দিকে দিল্লির পিএমও অফিস থেকে এ বিষয়ে কনফার্মেশনও মিলল। তবে ফোনে ঠিক কী কথা বলেছেন মোদী, তা প্রকাশ্যে আসার কথা নয়, আসেওনি। 

জেপি নাড্ডার কলকাতা সফরে তুলকালাম ঘটনা ঘটেছে। নাড্ডার গাড়িতে ইট পড়েছে। হামলা হয়েছে কৈলাস-সহ অন্য বিজেপি নেতৃত্বের ওপরও। এই ভাঙচুর-মারধরের দায় নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর চলছে পুরোদমে। এই পরিস্থিতিতেই জানা গেল, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। ফোন করে তাঁর দলের কর্মী ও নেতৃত্বের কুশল সংবাদ নিলেন। আক্রান্ত হওয়ার পরে কেমন আছেন তাঁরা, জানতে চাইলেন প্রধানমন্ত্রী।

নাড্ডার সফর ও সেই সফরের অপ্রীতিকর ঘটনাক্রম নিয়ে সাড়া পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। নাড্ডার কনভয়ে হামলা নিয়ে সরাসরি রাজ্য প্রশাসন এবং পুলিশের দিকেই আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এ দিকে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও। রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যসচিবকে দিল্লিতে তলব করল কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক কালে এমন ঘটনা নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

এই প্রেক্ষিতে নাড্ডা ও কৈলাসকে প্রধানমন্ত্রীর ফোনও বিশেষ তাৎপর্যপূর্ণ। 

also read: নাড্ডার কনভয়ে 'হামলা', রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে দিল্লিতে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের

.