Union Budget 2022: 'জনমুখী ও প্রগতিশীল'; সব স্তরের মানুষ পাবেন এই বাজেটের সুবিধে: Modi
কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দ জানালেন প্রধানমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: 'জনমুখী ও প্রগতিশীল' বাজেট পেশ করার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে (Union Finance Minister Nirmala Sitharaman) অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বললেন, 'এই বাজেটের সুবিধা দেশের সমস্ত স্তরের মানুষ পাবেন'।
এদিন সংসদে প্রায় দেড় ঘণ্টা ধরে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটে ৪০০ টি নতুন 'বন্দে ভারত এক্সপ্রেস' ট্রেন, ১০০টি কার্গো টার্মিনাল নির্মাণ-সহ একাধিক বড় ঘোষণা করলেন তিনি। কোভিডকালে অবশ্য অপরিবর্তিত রইল কর-কাঠামো। কিছুটা কর ছাড় দেওয়া হল পেনশনভোগীদের। অর্থমন্ত্রীর আশ্বাস, আগামী ৫ বছরের দেশের অন্তত ৬০ লক্ষ কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রায় দেড় লক্ষ পোস্ট অফিসকে এবার আনা হচ্ছে কোর ব্যাঙ্কিং সিস্টেমের আওতায়। ফলে পোস্ট অফিসের গ্রাহকরাও পাবেন নেট ব্যাঙ্কিং, অনলাইনে আর্থিক লেনদেন, এমনকী, এটিএম পরিষেবাও।
আরও পড়ুন: Union Budget 2022: বাজেটে আমজনতার জন্য কী ঘোষণা নির্মলার, জেনে নিন ১২ পয়েন্টে
বাদ গেল না অনলাইন শিক্ষাদান ও পঠনপাঠনও। করোনা পরিস্থিতিতে বাধা পড়েছে প্রথাগত শিক্ষাদানে। এদিন বাজেট পেশ করতে গিয়ে সারা দেশের পড়ুয়ারদের জন্য 'ডিজিটাল বিশ্ববিদ্যালয়' (Digital Unicersity) তৈরি কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সঙ্গে চালু হবে 'ওয়ান ক্লাস উইথ ওয়ান টিভি চ্যানেল'-ও (One Class With One TV Channel)।
আরও পড়ুন: Cheaper And Costlier In Budget 2022: এবারের বাজেটে কী কী সস্তা হল, কোনটা হল দামী? জেনে নিন
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এই বাজেটে কৃষকদের আয় বাড়াতে সুবিধা হবে। কৃষিক্ষেত্রে স্টার্ট-আপে বাড়তি সাহায্য মিলবে। নতুন কর্মসংস্থান তৈরি হবে। ফলে যুবকদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে'। তাঁর আরও বক্তব্য, 'এই বাজেটে গ্যাস, পানীয় জল, পরিকাঠামোর দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে আধুনিকীকরণ ও সীমান্তবর্তী গ্রামগুলির নিরাপত্তাতেও'।
I congratulate Finance Minister Nirmala Sitharaman for this 'People Friendly and Progressive budget'.
I will speak in detail on the Budget at 11 am tomorrow: PM Modi. pic.twitter.com/GPGMHcWMvJ
— ANI (@ANI) February 1, 2022
Besides the cleaning of Maa Ganga, a major step has been taken for the welfare of farmers. Natural farming on the banks of river Ganga in Uttarakhand, Uttar Pradesh, Jharkhand, Bihar, West Bengal will be promoted. This will help make rive Ganga chemical-free: PM Modi#Budget2022 pic.twitter.com/nkTLczzaNe
— ANI (@ANI) February 1, 2022
An announcement of over Rs 2.25 lakh crores MSP will be directly transferred (to farmers); budget will double farmers' income. For MSMEs, credit guarantee and many new schemes have been announced: PM Modi pic.twitter.com/GWlaMLQ8gf
— ANI (@ANI) February 1, 2022
এদিকে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা সরব বিরোধীরা। তাঁদের অভিযোগ, এবারের বাজেটে কর পরিকাঠামো, শিল্প, স্বাস্থ্যে তেমন কোনও বড় ঘোষণা নেই। সাধারণ মানুষের হাতে টাকা কীভাবে আসবে, তারও কোনও দিশা নেই।