প্রধানমন্ত্রীর পকোড়া বিক্রির পরামর্শ মেনে লাভবান কংগ্রেস কর্মী

জি নিউজে একটি সাক্ষাতকারে কর্মসংস্থান হিসেবে পকোড়া বিক্রির পরামর্শ দিয়েছিলেন মোদী। 

Updated By: Jun 22, 2018, 09:49 PM IST
প্রধানমন্ত্রীর পকোড়া বিক্রির পরামর্শ মেনে লাভবান কংগ্রেস কর্মী

নিজস্ব প্রতিবেদন: কর্মসংস্থান হিসেবে পকোড়া বা তেলেভাজা বিক্রির পরামর্শ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এহেন পরামর্শ মনে ধরেনি কংগ্রেসের। দেশের বিভিন্ন প্রান্তে প্রতীকী পকোড়া বিক্রি করে প্রতিবাদ দেখান কংগ্রেস কর্মীরা। তবে প্রধানমন্ত্রীর ওই পরামর্শ মেনে লাভবান হয়েছেন গুজরাটের কংগ্রেস কর্মী নারায়ণভাই রাজপুত। 

ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণভাই রাজপুত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে পকোড়ার দোকান খোলেন তিনি। ১০ কেজি কাঁচামাল নিয়ে শুরু হয় তাঁর ব্যবসা। এখন প্রতিদিন ৫০০-৬০০ কেজির পকোড়া বিক্রি করেন তিনি। বর্তমানে শহরে ৩০টি তেলেভাজার দোকান খুলে ফেলেছেন তিনি।১০০ গ্রাম পকোড়া ১০ টাকায় বিক্রি করছেন নায়ায়ণভাই রাজপুত।   

প্রধানমন্ত্রীর পরামর্শ কাজে দিলেও কংগ্রেস ছাড়বেন না নারায়ণভাই। তাঁর স্পষ্ট জবাব, গোটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি আমার ও রাহুল গান্ধীরও প্রধানমন্ত্রী।    

জি নিউজে একটি সাক্ষাতকারে কর্মসংস্থান নিয়ে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, জি টিভির অফিসের বাইরে পকোড়া বেচেও দৈনিক ২০০ টাকা আয় সম্ভব। এটা কি কর্মসংস্থান নয়? প্রধানমন্ত্রীর এহেন পরামর্শের পর সরব হন বিরোধী নেতারা। হার্দিক প্যাটেল কটাক্ষ করেন, এই ধরনের পরামর্শ চা বিক্রেতার থেকেই আসতে পারে।

আরও পড়ুন- কাশ্মীরে সেনার হাতে ২১ জঙ্গি নেতার খতম তালিকা

.