মায়ানমারে কালীমন্দিরে পুজো দিয়ে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ওয়েব ডেস্ক: চিনে ব্রিকস সম্মেলন ও মায়ানমার সফর সেরে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী। মায়ানমারে বুধবার অনবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সফরের শেষলগ্নে শেষ মুঘল শাসক বাহাদুর শাহ জাফরের মাজার পরিদর্শন করেন। আড়াই হাজার বছরের পুরনো বৌদ্ধমঠেও যান প্রধানমন্ত্রী। পাশাপাশি কালীবাড়ি মন্দিরে আরতিও করেন।
PM Narendra Modi arrives in Delhi after attending BRICS Summit in China and concluding his bilateral visit to Myanmar. pic.twitter.com/1cMo9uFbs2
— ANI (@ANI) September 7, 2017
বুধবার অনাবাসী ভারতীয়দের সভায় প্রধানমন্ত্রী নতুন ভারত গঠনের ঘোষণা করেছিলেন। পাশাপাশি মায়ানমারের সঙ্গে ভারতের দীর্ঘ সম্পর্কও ঝালিয়ে নিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়,"বুদ্ধ, ভরতনাট্যম, বর্মা কাঠ, বলিউডের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত মায়ানমার। দুই দেশ পরস্পরকে ভরসাও করে।" রোহিঙ্গা নিয়ে সমস্যায় ভারত যে মায়ানমারের পাশে আছে, তা জানিয়ে এসেছেন মোদী। এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের পক্ষে সওয়াল করেছেন।
Performed Puja at Yangon's Kalibari Temple. Feeling extremely blessed. pic.twitter.com/iLRVoCekZw
— Narendra Modi (@narendramodi) September 7, 2017
At the Mazar of Bahadur Shah Zafar. pic.twitter.com/xUPubNo6s0
— Narendra Modi (@narendramodi) September 7, 2017
Delighted to visit Myanmar’s cultural landmark, the Shwedagon Pagoda. pic.twitter.com/gf4XITlSx3
— Narendra Modi (@narendramodi) September 7, 2017
মায়ানমার সফরের আগে ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পাক মদতপুষ্ট সন্ত্রাস নিয়ে বেজিংয়ের কাছ থেকে ইতিবাচক বার্তাই পেয়েছে নয়াদিল্লি। তা রক্তচাপ বাড়িয়েছে ়ইসলামাবাদের।