PM Narendra Modi: স্বাধীনতা সংগ্রামীর নবতিপর মেয়ের পা ছুঁলেন মোদী, নিলেন আশীর্বাদ
অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর ১২৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
![PM Narendra Modi: স্বাধীনতা সংগ্রামীর নবতিপর মেয়ের পা ছুঁলেন মোদী, নিলেন আশীর্বাদ PM Narendra Modi: স্বাধীনতা সংগ্রামীর নবতিপর মেয়ের পা ছুঁলেন মোদী, নিলেন আশীর্বাদ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/04/381262-modifreedom-fighter.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাধীনতা সংগ্রামী পাসালা কৃষ্ণমূর্তির (Pasala Krishna Murthy) পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাধীনতা সংগ্রামীর মেয়ের সঙ্গে দেখা করলেন তিনি। নবতিপর বৃদ্ধার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদী।
সোমবার অন্ধ্রপ্রদেশে স্বাধীনতা সংগ্রামী পাসালা কৃষ্ণমূর্তির (Pasala Krishna Murthy) মেয়ে, পাসালাকৃষ্ণ ভারতীর (Pasala Krishna Bharathi) সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর সঙ্গে হুইল চেয়ারে বসা অবস্থায় সাক্ষাৎ করেন ৯০ বছরের বৃদ্ধা পাসালাকৃষ্ণ ভারতী। বৃদ্ধাকে দেখা মাত্রই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন প্রধানমন্ত্রী। নবতিপর ভারতীও মোদীকে আশীর্বাদ দেন।
অন্ধ্রপ্রদেশের ভীমাভরমে স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজুর ১২৫তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে তাঁর ৩০ ফুটের ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন করেন মোদী। কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী স্বাধীনতা সংগ্রামী লবন সত্যাগ্রহে অংশ গ্রহণ করেছিলেন।