আজ সকাল ১১টায় রেডিওয় মোদী LIVE
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রেডিও বার্তা সম্প্রচারিত হবে শুক্রবার সকাল ১১টায়। প্রসার ভারতীর সরকারি চ্যানেল অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হবে মোদীর ভাষণ। এই উদ্যোগ দেশের যে সমস্ত মানুষের কাছে টেলিভিশন সেট নেই, তাঁদের কাছে পৌঁছে দেবে প্রধানমন্ত্রীকে।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম রেডিও বার্তা সম্প্রচারিত হবে শুক্রবার সকাল ১১টায়। প্রসার ভারতীর সরকারি চ্যানেল অল ইন্ডিয়া রেডিওতে সম্প্রচারিত হবে মোদীর ভাষণ। এই উদ্যোগ দেশের যে সমস্ত মানুষের কাছে টেলিভিশন সেট নেই, তাঁদের কাছে পৌঁছে দেবে প্রধানমন্ত্রীকে।
"মন কি বাত' নামের এই অনুষ্ঠান শোনা যাবে দেশের সবকটি এফ এম চ্যানেলে। জনস্বার্থ সম্প্রচার মাধ্যমের পরিকল্পনায় এই অনুষ্ঠের লক্ষ্য সব কটি টিভি ও রেডিও চ্যানেলগুলিতে বিনামূল্যে এই অনুষ্ঠান সম্প্রচার কারানো।
প্রধানমন্ত্রীর বাসভবন ৭ আর সি আর রোডেই অনুষ্ঠানটি রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানের প্রচারে ভারতীয় জনতা পার্টি ১ কোটি টাকা খরচ করেছে বলে দলের তরফে জানানো হয়েছে।