Narendra Modi: আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী ঘোষণা?

দেশে করোনার দৈনিক আক্রান্ত কমতেই কি বড় কোনও ঘোষণা?

Updated By: Jun 7, 2021, 02:01 PM IST
Narendra Modi: আজ বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর, কী ঘোষণা?

নিজস্ব প্রতিবেদন: সোমবার বিকেল ৫ টায় জাতির উদ্দেশ্যে বক্তৃতা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী (Narendra Modi)। এদিন বেলা ১ টা বেজে ১৮ মিনিটে প্রধানমন্ত্রীর দফতরের (PMO) তরফে টুইটে জানানো হয় সে কথা। আজ দেশে দৈনিক করোনা সংক্রমণ কমে প্রায় ১ লক্ষের কাছাকাছি ছুঁয়েছে। মনে করা হচ্ছে, সে বিষয়েই বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, দেশে দৈনিক কোভিড সংক্রমণ নামল অনেকটাই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৩৬ জন। একেরবারে লক্ষের কাছে এসে পৌঁছল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সেই তুলনায় কমছে না মৃতের সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৪২৭ জনের। দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৯ হাজার ১৮৬ জনে। দেশবাসীকে করোনাবিধি মেনে চলার অনুরোধই ফের একবার করতা পারেন প্রধানমন্ত্রী। যদিও বড় কোনও ঘোষণা থাকতে পারে কি না , সে জল্পনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুুন: লাখের কাছে দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ২ হাজার ৪২৭ জন

সূত্রের খবর, কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়েও কিছু বলতে পারেন প্রধানমন্ত্রী। টিকাকরণ নীতি নিয়ে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একাংশ সমালোচনা করেছেন। প্রসঙ্গত, গত শুক্রবার CSIR এর এক অনুষ্ঠানে দেশের চিকিৎসক, বিজ্ঞানীদের প্রশংসা করেন মোদী। দেশকে করোনা মোকাবিলায় তাঁরা আত্মনির্ভর করেছেন বলেন মোদী।  

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.