Retrospective Tax: অতীতের ভুল শোধরাচ্ছি, 'প্রণব-কর' ছেঁটে শিল্পমহলকে বার্তা Modi-র

২০১২ সালের বাজেটে রেট্রোস্পেকটিভ কর বিধি (Retrospective Tax) প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)।

Updated By: Aug 11, 2021, 07:34 PM IST
Retrospective Tax: অতীতের ভুল শোধরাচ্ছি, 'প্রণব-কর' ছেঁটে শিল্পমহলকে বার্তা Modi-র

নিজস্ব প্রতিবেদন: রেট্রোস্পেকটিভ কর বিধি (Retrospective Tax) বাতিল করে অতীতের ভুল সংশোধন করছে সরকার। বুধবার বণিকসভা সিআইই-র (Confederation of Indian Industry) অনুষ্ঠানে একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গত সপ্তাহে কর সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাতে ২০১২ সালের ২৮ মে-র আগে ভারতীয় সম্পদ পরোক্ষে হস্তান্তরের ক্ষেত্রে রেট্রোস্পেকটিভ কর (Retrospective Tax) আদায়ের শর্ত বাতিল করা হয়েছে।  

বণিকসভার ভার্চুয়াল অনুষ্ঠানে মোদী (Narendra Modi) এ দিন বলেন, 'রেট্রোস্পেকটিভ কর (Retrospective Tax)  প্রত্যাহার করে অতীতের ভুল শোধরাচ্ছি আমরা। এতে সরকার ও শিল্পপতিদের মধ্যে আস্থা বাড়বে। এই সিদ্ধান্তের পর  শিল্পমহল থেকে যে প্রশংসা ও সাড়া পাচ্ছি, তা দেখে ভালো লাগছে।' 

২০১২ সালের বাজেটে রেট্রোস্পেকটিভ কর বিধি (Retrospective Tax) প্রণয়নের প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় (Pranab Mukherjee)। ইউপিএ জমানার ওই বিধি নিয়ে বিতর্ক কম হয়নি! ভারতীয় সংস্থাকে অধিগ্রহণ করতে গিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির উপরে চাপে বিশাল করের বোঝা। সরকার ও কোম্পানিগুলির মধ্যে শুরু হয় আইনি টানাপোড়েন। বড় সমস্যার মুখে পড়ে ভোডাফোন। পরে হেগ-র আন্তর্জাতিক মধ্যস্থতা আদালতে হেরে যায় কেন্দ্র। প্রণব জমানার কর নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল বিনিয়োগকারী মহলে। মোদী এ দিন মনে করিয়ে দেন,'এনডিএ সাহসী সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। অতিমারিকালেও শ্লথ হয়নি সংস্কার প্রক্রিয়া।' 
            
প্রধানমন্ত্রীর (PM Modi) কথায়,'কয়েক দশক ধরে সংস্কারের কথা চলে আসছে দেশে। কিন্তু কেউই সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা পেরেছি। বাধ্যবাধকতা থেকে সংস্কার করিনি। বরং ভরসা আছে বলেই সিদ্ধান্ত নিতে পেরেছি। আগে একটা কথা খুব শুনতাম ভারতের মনোভাব পরিবর্তন খুব কঠিন। সেখান থেকে এই পর্যন্ত আসা কঠিন কাজ ছিল। কয়েক দশক ধরে কিছুই হয়নি। তার বদল ঘটেছে। আর এই পরিবর্তন হয়েছে শিল্প-ব্যবসার কারণে।' 

আরও পড়ুন- Loksabha-র সমাপ্তির পর সংসদে স্পিকারের ঘরে বৈঠকে PM Modi, Sonia, TMC নেতৃত্ব

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.