Narendra Modi: গুজরাতের জনগণকে 'নতমস্তকে প্রণাম'; 'হিমাচলে উন্নয়নে খামতি থাকবে না', আশ্বাস মোদীর

গুজরাতে ফের গেরুয়া ঝড়। সপ্তমবার ক্ষমতায় ফিরল বিজেপি!  'গুজরাতের রায়ে আগামিদিনের বার্তা স্পষ্ট', বললেন প্রধানমন্ত্রী।

Updated By: Dec 8, 2022, 09:16 PM IST
Narendra Modi: গুজরাতের জনগণকে 'নতমস্তকে প্রণাম';  'হিমাচলে উন্নয়নে খামতি থাকবে না', আশ্বাস মোদীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: গুজরাতে ফের গেরুয়া ঝড়। সপ্তমবার ক্ষমতায় ফিরল বিজেপি! জনগণকে 'নতমস্তকে প্রণাম' জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে আশ্বাস, 'হিমাচলে আমরা সামান্য পিছিয়ে আছি। কিন্তু হিমাচলের উন্নয়নে কেন্দ্রের উদ্যোগ কোনও খামতি থাকবে না'।

লোকসভা ভোট হতে এখনও দু'বছর দেরি। বছর শেষে বিধানসভা ভোট হল গুজরাতে। সঙ্গে হিমাচল প্রদেশেও। মোদীর রাজ্যে যখন নয়া রেকর্ড গড়ে ফের ক্ষমতা ফিরল বিজেপি, তখন  ‘রাজ’ বদলানোর ঐতিহ্য বজায় থাকল হিমাচল প্রদেশে। বিজেপিকে সরিয়ে এবার কুর্সিতে কংগ্রেস।

এদিন দিল্লিতে দলীয় সভায়  প্রধানমন্ত্রী বলেন, 'এই জয়ের জন্য জনগণকে নতমস্তকে প্রণাম জানাই। জেপি নাড্ডার নেতৃত্বে কঠিন পরিশ্রম করেছেন বিজেপি কর্মীরা। সেই পরিশ্রমের সুবাদ ছড়িয়ে পড়েছে চারিদিকে। গুজরাত, হিমাচল ও দিল্লির জনগণের কাছে কৃতজ্ঞ। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ। কোথাও পুনর্নিবাচন হয়নি'।

গুজরাতে বিধানসভা ভোটে এখনও পর্যন্ত বিজেপির সেরা ফল ২০০২ সালে। সেবছর ১৮২ টি বিধানসভায় ১২৭টি আসনে জিতেছিল গেরুয়াশিবির। এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে! বিজেপির ঝুলিতে আসতে চলেছে ১৫৬। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভেঙে গিয়েছে  ১৯৮৫-র বিধানসভা ভোটে কংগ্রেসের ১৪৯টি আসনে জয়ে রেকর্ডও।

 

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'গুজরাতে রায়ে আগামিদিনের বার্তা স্পষ্ট। গুজরাত সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। যুব সম্প্রদায়ের কাছে থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। তাঁরা বিজেপির উপরই ভরসা রেখেছে। মানুষ পরিবারতন্ত্রের বিরুদ্ধে রায় দিয়েছে'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.