PM Modi: সোমবার থেকে ৩ দিনের গুজরাত সফরে মোদী, সঙ্গী 'হু' প্রধান

গুজরাতে প্রধানমন্ত্রী একগুচ্ছ কর্মসূচি

Updated By: Apr 17, 2022, 11:33 PM IST
 PM Modi: সোমবার থেকে ৩ দিনের গুজরাত সফরে মোদী, সঙ্গী 'হু' প্রধান

নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকে তিনদিনের গুজরাত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গী হবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রধান।   

জানা গিয়েছে, তিনদিনের গুজরাত সফরে গান্ধীনগর, বনসকান্তা, জামনগর এবং দাহোদে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সোমবার রাজকোটে পৌঁছবেন WHO-র প্রধান। মঙ্গলবার সরাসরি জামনগরে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে হু গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশানাল মেডিসিনের শিলান্য়াস অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।

সোমবার গুজরাতের বিদ্য়া সমীক্ষা কেন্দ্র সফরে যাবেন প্রধানমন্ত্রী। বুধবার গান্ধীনগরে Global AYUSH Investment and Innovation Summit-এও অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ওই দিনই আদিবাসী মহা সম্মেলনেও যোগ দেবেন তিনি।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.