ব্রিগেডে মোদীকে নিশানা বিরোধীদের, ট্যাঙ্কে চড়ে বসলেন প্রধানমন্ত্রী
ব্রিগেডে বক্তাদের সকলের মুখেই সরকার পরিবর্তনের ডাক।
নিজস্ব প্রতিবেদন: কলকাতার ব্রিগেডে মোদীকে হঠাতে একজোট হয়েছে বিরোধী আঞ্চলিক দলগুলি। মোদী সরকারকে হঠানোর ডাক দিচ্ছেন হার্দিক প্যাটেল, জিগনেশ মেবানি ও হেমন্ত সোরেনরা। তখন কী করছেন নরেন্দ্র দামোদর দাস? নিজের রাজ্য গুজরাটে লার্সেন অ্যান্ড টুর্বোর হাউত্জার কামানের কারখানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
এদিন ব্রিগেডে হার্দিক প্যাটেল ঘোষণা করেন, ''সুভাষবাবু লড়ে থে গোড়ো সে, হাম লড়েঙ্গে চোরো সে'' (সাদা চামড়ার ব্রিটিশের বিরুদ্ধে লড়ছিলেন সুভাষবাবু, আমাদের চোরের সঙ্গে লড়াই করতে হবে)। বক্তাদের সকলের মুখেই সরকার পরিবর্তনের ডাক। নরেন্দ্র মোদীকে যখন বিরোধীরা হামলা করে চলেছে, তখন ট্যাঙ্কে বসে পড়লেন প্রধানমন্ত্রী।
#WATCH Prime Minister Narendra Modi rides a K-9 Vajra Self Propelled Howitzer built by Larsen & Toubro pic.twitter.com/ww9B90OaiD
— ANI (@ANI) January 19, 2019
Checking out the tanks at L&T’s Armoured Systems Complex in Hazira. pic.twitter.com/zf7wRrbX7Y
— Narendra Modi (@narendramodi) January 19, 2019
ভারতীয় সেনার জন্য K9 Vajra-T 155 mm/৫২ ক্যালিবার সেলফ প্রপেলড কামান তৈরির বরাত পেয়েছে L&T। মোট ৪,৫০০ কোটি টাকার বরাত। সুরাত থেকে ৩০ কিলোমিটার দূরে হাজারিয়াতে কারখানাটি খুলেছে লার্সেন অ্যান্ড টু্র্বো। দেশে এই প্রথম কোনও বেসরকারি সংস্থা অস্ত্র নির্মাণ প্রকল্প শুরু করল।