বিমান বিভ্রাটের খবর পেয়েই রাহুলকে ফোন মোদীর

মাঝ আকাশে আচমকা ভারসাম্য হারায় তাঁর বিমানটি। হেলে পড়ে একদিকে। সেই সঙ্গে প্রবল ঝাকুনি অনুভব করেন তারা।

Updated By: Apr 27, 2018, 08:21 PM IST
বিমান বিভ্রাটের খবর পেয়েই রাহুলকে ফোন মোদীর

নিজস্ব প্রতিবেদন : মাঝ আকাছে রাহুল গান্ধীর বিমান বিভ্রাটের খবর পেয়েই তাঁকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভ্রাটের ফলে তাঁর কোনও সমস্যা হয়েছে কি না তাও জানতে চান প্রধানমন্ত্রী। গোটা ঘটনাটি নিয়ে নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তিনি।

বৃহস্পতিবার কংগ্রেস নেতা কুশল বিদ্যার্থীকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে কর্নাটকের উদ্দেশে একটি চার্টার্ড বিমানে রওনা দেন রাহুল। সেখানে ভোট প্রচারে গিয়েছিলেন তারা। মাঝ আকাশে আচমকা ভারসাম্য হারায় তাঁর বিমানটি। হেলে পড়ে একদিকে। সেই সঙ্গে প্রবল ঝাকুনি অনুভব করেন তারা। কুশল বিদ্যার্থী জানিয়েছেন, মাথা শান্ত রেখে পাইলটের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল কংগ্রেস সভাপতি।

আরও পড়ুন- ছত্তিশগড়ে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত্যু ৭ মাওবাদীর

এরপর গন্তব্যে পৌঁছে, কর্ণাটকের হুবলির গোকুলরোড থানায় পাইলটের বিরুদ্ধে কংগ্রেস এফআইআর দায়ের দায়ের করে। অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থার ডিরেক্টর জেনারেল জানিয়েছে, অটোপাইলট মোডে থাকার সময় প্রবল ঝাকুনির ফলে ভারসাম্য হারিয়েছিল বিমানটি। তবে এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা।

.